ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিশ্বব্যাপী পর্যটন শিল্পে ধস

প্রকাশিত: ০৯:২৬, ১৫ মার্চ ২০২০

বিশ্বব্যাপী পর্যটন শিল্পে ধস

অর্থনৈতিক রিপোর্টার ॥ করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী ধস নেমেছে পর্যটন শিল্পে। এ সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আয় কমার পাশাপাশি কমছে কর্মসংস্থানও। দ্য ওয়ার্ল্ড ট্রাভেল এ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের বিবৃতিতে জানানো হয়, চলতি বছরের মধ্যে পর্যটন খাতের অন্তত ২৫ শতাংশ প্রতিষ্ঠান বন্ধের ঝুঁকিতে রয়েছে। শঙ্কায় রয়েছে এ খাতের ৫ লাখের বেশি মানুষের কর্মসংস্থানও। ইতোমধ্যে পর্যটক আগমন বন্ধ করে দিয়েছে চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, জাপানসহ কয়েকটি দেশ।
×