ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টাইগারদের বিজয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত: ১১:১৪, ২৭ ফেব্রুয়ারি ২০২০

টাইগারদের বিজয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

জনকণ্ঠ ডেস্ক ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সিরিজের একমাত্র টেস্টে জিম্বাবুইয়েকে পরাজিত করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। খবর বাসসর। টাইগাররা ঢাকায় শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুইয়েকে এক ইনিংস ও ১০৬ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে। বুধবার এক অভিনন্দন বার্তায় ক্রিকেট অনুরাগী প্রধানমন্ত্রী জিম্বাবুইয়ের বিরুদ্ধে বিশাল বিজয়ের জন্য সকল খেলোয়াড়, বাংলাদেশ জাতীয় দলের কোচ ও কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানান। ‘আমাদের ক্রিকেট দলের খেলোয়াড়দের টিম স্পিরিট এবং তাদের অসাধারণ নৈপুণ্যে জাতি গর্বিত।’ প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ের এ ধারা অব্যাহত থাকবে। করোনা মোকাবেলায় পাশে থাকার জন্য প্রধানমন্ত্রীকে শি জিন পিংয়ের ধন্যবাদ ॥ করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময়ে চীনের পাশে থাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এক চিঠিতে তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। করোনাভাইরাসের সংক্রমণে প্রাণহানির ঘটনায় শোক ও সমবেদনা জানিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে চিঠি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিপর্যস্ত চীনের জন্য মাস্ক, গাউন, ক্যাপ, হ্যান্ড গ্লোভস ও স্যানিটাইজারসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। ‘সহমর্মিতামূলক সহায়তা’ হিসেবে দেশটির জন্য এসব সামগ্রী পাঠিয়েছেন বাংলাদেশের সরকার প্রধান।
×