ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সব জায়গায় সেলফি নয়

প্রকাশিত: ০৯:২৪, ২৭ ফেব্রুয়ারি ২০২০

সব জায়গায় সেলফি নয়

অত্যাধুনিক প্রযুক্তির ছোঁয়ায় আমাদের দৈনন্দিন জীবনযাত্রার মান সহজ থেকে সহজতর হচ্ছে। যেমন সহজ হচ্ছে তেমনই হচ্ছে আরামদায়ক। চমকপ্রদ প্রযুক্তিগুলো চলে আসছে আমাদের খুবই নিকটে। বাহ্যিক প্রয়োজন মেটাতে আমাদের জীবন চলার সঙ্গী হচ্ছে। তার মধ্যে মোবাইল ফোন অন্যতম। দিনের শুরুতে ঘুম থেকে উঠেই সময় দেখা কিংবা নোটিফিকেশন চেক করার জন্য মোবাইলটা হাতে নিই। চলার পথেও হাতের নাগালেই রাখি। মোবাইল ফোন শুধু কথা বলতেই আমরা ব্যবহার করি না, আরও অনেক কাজের জন্য ব্যবহার করি। বর্তমানে স্মার্টফোনগুলোয় অত্যাধুনিক প্রযুক্তির ক্যামেরা সেটআপ করা থাকে। যার মাধ্যমে আমরা আমাদের আনন্দময় মুহূর্তগুলো স্মৃতি আকারে ধারণ করে রাখতে পারি। ভাল স্থান, মনোরম পরিবেশ ইত্যাদির ছোঁয়ায় যখন মুগ্ধ হইÑ তখন তো সেই মনোহর অনুভূতিগুলো বন্ধু-বান্ধবদের সঙ্গে শেয়ার করার জন্য সেলফি তুলতে সবারই মন চায়। এবং প্রিয় মানুষ কিংবা কোন সেলিব্রেটিকে কাছে পেলে তো কথাই নেই, অনুভূতি তুঙ্গে! সেলফি তুলতে আর কে ঠেকায়! এই সেলফিতে যেমন ভাল লাগা আছে তেমনই ভালর বিপরীতও আছে। সেলফি তুলতে হবে নিরাপদে, নিজেকে বাঁচিয়ে। কেউ, কখনই চায় না যে মাত্র একটি-দুটি সেলফির জন্য নিজের জীবনের ইতি ঘটুক। নিজের অস্তিত্ব না থাকলে সেলফি তুলে দেখবেন কীভাবে? এ জন্য আবেগকে নিয়ন্ত্রণ করে নিরাপদে নিজের আনন্দময় মুহূর্তগুলো ক্যামেরাবন্দী করা উচিত। আনন্দময় মুহূর্তে অতি উত্তেজিত না হয়ে একটু সচেতন হওয়ার বিকল্প নেই। স্থানকালপাত্র বিবেচনা করে সেলফিবন্দী হতে হবে। ইদানীং বিশ্বের বিভিন্ন জায়গায় অসাবধানতায় সেলফি তুলতে গিয়ে বেশ কয়েকজনই দুর্ঘটনার শিকার হয়েছেন। কেউ আবার থামিয়ে দিয়েছেন জীবনের গতিপথ। দু-একটা ছবি তোলার জন্য জীবননাশ হবে, এটা খুবই অকল্পনীয়। সেলফি তোলা যেহেতু বন্ধ করা যাবে না তাই সেলফি কিংবা ছবি তোলার সময় আমাদের সবার সাবধান হতে হবে। যাতে কোন মনোরম পরিবেশ আমাদের জন্য মৃত্যুর ফাঁদ না হয়। কোন সমুদ্র ভ্রমণে গেলে সমুদ্রের স্রোত, গভীরতা ইত্যাদি বিবেচনা করে ক্যামেরাবন্দী হতে হবে। বিশেষ করে ট্রেনের ছাদে, রেললাইনে, চলন্ত মোটরবাইকে অনেকেই সেলফি নিয়ে থাকেন। এই জায়গাগুলো খুবই ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকিপূর্ণ পরিবেশে সেলফি নেয়া থেকে বিরত থাকাই ভাল। আর যদি নিজেকে নিয়ন্ত্রণ করা না যায়Ñ তবে অগ্রপশ্চাৎ ভেবে ক্লিক করতে হবে। অন্যদিকে, যারা নদী পথে লঞ্চ কিংবা ট্রলারে ভ্রমণ করেন, তাদেরও সাবধানতা অবলম্বন করা জরুরী। চলন্ত নৌযানের একেবারে কর্নারে, পানির কাছে গিয়ে ছবি তোলার আবেগ থেকে বেরিয়ে আসতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে
×