ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নান্দাইলে সেতু আছে সড়ক নেই ॥ জনদুর্ভোগ

প্রকাশিত: ১২:১৮, ২৪ ফেব্রুয়ারি ২০২০

 নান্দাইলে সেতু আছে সড়ক নেই ॥ জনদুর্ভোগ

সংবাদদাতা, নান্দাইল, ২৩ ফেব্রুয়ারি ॥ ময়মনসিংহের নান্দাইলে উপজেলার গাঙ্গাইল ইউনিয়নে যোগের হাওড় এলাকায় ফুলেশ^রী খালের ওপর সেতু নির্মাণ হলেও কোন সংযোগ সড়ক নেই। এতে নির্মাণের পর সাড়ে তিন বছর পেরোলেও সেতুটি কোন কাজে আসছে না। ফলে সংযোগ সড়কের অভাবে আশপাশের প্রায় পাঁচটি গ্রামের মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। জানা গেছে, নান্দাইল-তাড়াইল সড়কের শিমুলতলা বাজার থেকে কান্দিউড়া হয়ে একটি পাকা সড়ক কেন্দুয়া উপজেলায় গিয়ে মিশেছে। সেই সড়কের কান্দিউড়া গ্রাম থেকে যোগের হাওড়ের ভেতর দিয়ে গয়েশপুর গ্রামে আরেকটি কাঁচা সড়ক বেরিয়েছে। এই কাঁচা সড়কটির মাঝে রয়েছে ফুলেশ^রী নামে একটি সরকারী খাল। সেই খালের ওপর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর ২০১৫-২০১৬ অর্থবছরে ২৬ লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ে ৩৪ ফুট দীর্ঘ একটি আরসিসি সেতু নির্মাণ করে। স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন ২০১৬ সালের ২০ জুলাই সেতুটি উদ্বোধন করেন। সম্প্রতি সেতুর কাছে গিয়ে দেখা গেছে, পূর্বপাশে উঁচু নিচু সরু সড়ক থাকলেও পশ্চিম পাশে কোন সড়ক নেই। সেতুর এক পাশ দিয়ে উঠতে পারলেও অপর পাশ দিয়ে নামার ব্যবস্থা নেই। খালটির বেশির ভাগ অংশই দখল হয়ে গেছে। কান্দিউড়া গ্রামের কৃষক জসিম উদ্দিন বলেন, সেতুর দুই পাশে সড়ক না থাকায় আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষা মৌসুমে নৌকায় করে কোন মতে ফসল বাড়িতে নিতে পারলেও শুকনা মৌসুমে আশপাশের ৫ গ্রামের বাসিন্দাদের ৩ কিলোমিটার পথ ঘুরে বাড়ি যাওয়া ছাড়া কোন উপায় থাকে না।
×