ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আমরাও ড্রোন বানাব ইনশাআল্লাহ ॥ সালমান এফ রহমান

প্রকাশিত: ১২:৩৫, ১১ ফেব্রুয়ারি ২০২০

আমরাও ড্রোন বানাব ইনশাআল্লাহ ॥ সালমান এফ রহমান

জনকণ্ঠ ডেস্ক ॥ বাংলাদেশে হাল্কা প্রকৌশল শিল্পের উন্নয়নে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি উদ্যোক্তাদের কাছে উন্নত প্রযুক্তি সরবরাহের ওপর জোর দিচ্ছেন প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। সোমবার দুই দিনব্যাপী ‘হাল্কা প্রকৌশল শিল্প পণ্য প্রদর্শনী ২০২০’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সালমান এফ রহমান। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই প্রদর্শনী আয়োজন করে ব্র্যাক। খবর বিডিনিউজের। অনুষ্ঠানে হাল্কা প্রকৌশল শিল্পের মাধ্যমে ড্রোন তৈরির ওপর গুরুত্ব দিয়ে তিনি শিল্প মন্ত্রণালয় এবং বিসিককে উন্নত প্রযুক্তি আনার পারমর্শও দেন। সালমান এফ রহমান বলেন, ‘আমাদের হাল্কা প্রকৌশল শিল্পের প্রধান সমস্যা তিনটি। এসব সমস্যা সমাধানের মাধ্যমে হাল্কা প্রকৌশল শিল্পের উন্নয়ন করতে হবে। সঠিক পরিকল্পনার মাধ্যমে এসব খাত সময়োপযোগী করে গড়তে হবে। ‘এর একটি হচ্ছে দক্ষতা বৃদ্ধি। দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বর্তমানে যে শিল্প পণ্যের উৎপাদন হচ্ছে সেটাও দরকার। আবার তথ্যপ্রযুক্তি খাতের পণ্যও উৎপাদন করতে হবে। দ্বিতীয়টি হচ্ছে দেশে উন্নত টেকনোলজি আনা। শুধু দক্ষতা উন্নয়ন করলেই হবে না। এর সঙ্গে উন্নত প্রযুক্তিও নিশ্চিত করতে হবে। আমরা এই টেকনোলজি কিভাবে আনব, কিভাবে ডিস্ট্রিবিউট করব, এগুলো খুবই গুরত্বপূর্ণ।’ উদ্যোক্তাদের কাছে আধুনিক প্রযুক্তি সরবরাহ করার জন্য শিল্প মন্ত্রণালয় ও বিসিককে কর্মসূচী নেয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘ড্রোন হাল্কা প্রকৌশল শিল্পের মাধ্যমে হচ্ছে। আমরাও ড্রোন বানাব ইনশাআল্লাহ। চতুর্থ শিল্প বিপ্লবের হাত ধরে এই পণ্যটির বিরাট বড় মার্কেট হবে।’ হাল্কা প্রকৌশল শিল্পের তৃতীয় সমস্যা হিসেবে অর্থায়নকে চিহ্নিত করে সালমান রহমান বলেন, এটার জন্য অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলতে হবে। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বসে কথা বলতে হবে কিভাবে আমরা এসএমই খাতের সহজ ও কম সুদে ঋণ সরবরাহ করতে পারি। এটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। এটা যদি আমরা সমাধান করতে না পারি তাহলে হাল্কা প্রকৌশল শিল্প একটি ভাল খাতে উন্নীত করা সম্ভব হবে না। অনুষ্ঠানের বিশেষ অতিথি শিল্প সচিব আব্দুল হালিম এসএমই খাতের অর্থ সঙ্কট দূর করতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক করে উপায় বের করার ওপর গুরুত্বারোপ করেন।
×