ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জবিতে আন্তঃবিভাগ আবৃত্তি প্রতিযোগিতা

প্রকাশিত: ১১:৪৬, ১৯ জানুয়ারি ২০২০

জবিতে আন্তঃবিভাগ আবৃত্তি প্রতিযোগিতা

জবি সংবাদদাতা ॥ জগন্নাথ বিশ^বিদ্যালয়ে (জবি) আন্তঃবিভাগ আবৃত্তি প্রতিযোগিতা শনিবার সকাল ৮টায় বিশ^বিদ্যালয়ের ভাষা শহীদ রফিক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় প্রায় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা মোট দুটি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে ‘তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা’ কবিতাটি নির্ধারিত ছিল যেখানে প্রত্যেক প্রতিযোগীই কবিতাটি আবৃত্তির পর বিচারকদের বিচারে ২৫ জন নির্ধারিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী প্রথম ১০ জনকে সার্টিফিকেট ও প্রথম তিনজনকে ক্রেস্ট প্রদান করা হবে। দ্বিতীয় পর্বে ‘স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো’ এই নির্ধারিত কবিতার পাশাপাশি একটি স্বনির্বাচিত কবিতা আবৃত্তি করে। দ্বিতীয় পর্বে প্রত্যেক প্রতিযোগীর থেকে দুটি করে কবিতা পরিবেশনের পর বিচারকদের বিচারে প্রথম, দ্বিতীয়, তৃতীয়সহ মোট ১০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।
×