ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মোশাররফের দণ্ড বাতিলে বিস্মিত পিপিপি ও পিএমএলএন

প্রকাশিত: ০৯:৩৮, ১৬ জানুয়ারি ২০২০

মোশাররফের দণ্ড বাতিলে বিস্মিত পিপিপি ও পিএমএলএন

পাকিস্তানের সাবেক সেনা শাসক পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ডের রায় বাতিলের রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। বিরোধী পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এবং পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএলএন) আদালতের সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছে। উচ্চ পর্যায়ের রাষ্ট্রদ্রোহের মামলায় ডিসেম্বরে পাকিস্তানের বিশেষ আদালত পারভেজ মোশাররফকে অভিযুক্ত করে তার বিরুদ্ধে মৃত্যুদ-ের রায় দেয়। ডন। একই রায়ে মৃত্যুদণ্ড কার্যকরের পর তিনদিন তার মৃতদেহ প্রকাশ্যে ঝুলিয়ে রাখার নির্দেশ দেয় আদালত। এই রায়ের বিরুদ্ধে আপীল করেছিলেন পারভেজ মোশাররফ। সেই আপীলের শুনানি শেষে সোমবার বিশেষ আদালতের রায় অর্থাৎ মৃত্যুদণ্ডের রায় বাতিল করে লাহোর হাইকোর্ট। রায়ে বিশেষ আদালতের নির্দেশকে অসাংবিধানিক বলে ঘোষণা করে হাইকোর্ট। ফলে নির্বাসনে থাকা পারভেজ মোশাররফ ছিলেন সোমবার পাকিস্তানে টক অব দ্য কান্ট্রি।
×