ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আন্তঃজেলা মহিলা দাবা প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মসূচী

প্রকাশিত: ০৯:২৬, ৯ জানুয়ারি ২০২০

 আন্তঃজেলা মহিলা দাবা প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মসূচী

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আগামী ১১ ও ১২ জানুয়ারি দুই দিনব্যাপী আবাসিক আন্তঃজেলা মহিলা দাবা প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মসূচী ঢাকার ধানমণ্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। দেশের ২২ জেলা থেকে প্রশিক্ষণার্থীরা এই প্রশিক্ষণে অংশ নেবেন। শনিবার সকাল ১০টায় বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করবেন। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম। রবিবার বিকেল ৪টায় সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে দাবা ফেডারেশনের সভাপতি বেনজীর আহমেদ বিপিএম (বার) প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র প্রদান করবেন।
×