ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তিনি স্বাধীন না করলে

প্রকাশিত: ০৯:২৮, ৯ জানুয়ারি ২০২০

তিনি স্বাধীন না করলে

বাংলার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশটি স্বাধীন না করলে আমরা প্রিয় বাংলাদেশ পেতাম না। পরাধীন হয়ে থাকতে হতো। আজ স্বাধীনভাবে কথা বলতে এবং আমরা বাংলা ভাষায় কথা বলতে পারতাম না। বঙ্গবন্ধুকে দেখিনি ঠিক কিন্তু তার কথা বাবা-মায়ের মুখে শুনতে পেয়েছি। পৃথিবীর অনেক দেশে দেখতে পাই তাদের দেশের জন্য যারা দেশটি স্বাধীন করেছে, তাদেরকে সম্মান ও শ্রদ্ধা করে দলমত নির্বিশেষে আর আমাদের দেশেই বেশি বিভেদ। কেহ কারও নাম শুনতে চাই না। এর থেকে আমাদের বের হয়ে আসতে হবে। যার যেটা প্রাপ্য, সেভাবে মূল্যায়ন তাকে করতে হবে। বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমান দলবল নির্বিশেষে সকলের উর্ধে। আমরা তাকে নিয়ে গর্ব করি। এই দেশ স্বাধীন করা কি তার ভুল ছিল? নাকি পরাধীন থাকলে ভাল হতো। বঙ্গবন্ধু পরাধীনতা পছন্দ করতেন না। তার সোনার বাংলা প্রতিষ্ঠিত হতোই। আমরা এদেশের মানুষ যে নিজেরা স্বীকার করব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের গর্ব, সেই দিনেই এই দেশ বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন সোনার বাংলা গড়ে উঠবে। আমাদের অভিভাবক মা-বাবা যারাই আছেন তারা তাদের সন্তানের কাছে সঠিক ইতিহাস তুলে ধরুন। এটা কোন দোষের কিছু নয়। যা সত্যি তা সন্তানকে শেখান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন দলের নন। প্রিয় বঙ্গবন্ধু শুধু আমাদের প্রিয় বাংলাদেশের। পৃথিবীর মানচিত্রে দেশে আমরা গর্ব করি এবং পৃথিবীর অন্য দেশগুলোকে দেখিয়ে দিয়েছি আমরাও পারি। আজ সবকিছু হয়েছে- বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য অনেক শুভকামনা, তিনি যেন তার বাবার স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলেন। নারায়ণগঞ্জ থেকে
×