ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

এক কেজি লোমের দাম ১লাখ টাকা

প্রকাশিত: ০৩:৩৩, ১০ জুলাই ২০২৫

এক কেজি লোমের দাম ১লাখ টাকা

ছবি: সংগৃহীত

বিশ্বের অন্যতম দামী প্রাকৃতিক ফাইবার হিসেবে পরিচিত ভিকুনিয়ার পশম সংগ্রহের জন্য আয়োজন করা হয় এক বিশেষ উৎসব, যার নাম 'চাকু'। দক্ষিণ আমেরিকার আন্দিজ পাহাড়ি অঞ্চলে প্রতিবছর এই ঐতিহ্যবাহী উৎসবটি স্থানীয় সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। এই উৎসবের উদ্দেশ্য শুধুই মূল্যবান পশম সংগ্রহ নয়, বরং প্রাণীদের ক্ষতি না করে টেকসই পদ্ধতিতে অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করাও।

ভিকুনিয়া দেখতে অনেকটা ছোটখাটো উটের মতো। এটি লামা এবং আলপাকার আত্মীয় হলেও আকারে তুলনামূলক ছোট এবং চরম নরম পশমের জন্য বিখ্যাত। এক কেজি উন্নতমানের ভিকুনিয়া পশমের বাজারমূল্য ১,০০০ মার্কিন ডলারেরও বেশি, যা বাংলাদেশি মুদ্রায় এক লাখ টাকার ওপরে।

কীভাবে চলে চাকু উৎসব?
প্রতি বছর একদিন, সাধারণত শনিবার, স্থানীয়রা দলবদ্ধভাবে পাহাড়ি এলাকায় ছড়িয়ে থাকা দ্রুতগামী ভিকুনিয়াগুলোকে তাড়া করে একত্রিত করে। ধীরে ধীরে প্রাণীগুলোকে নির্দিষ্ট স্থানে এনে অত্যন্ত সতর্কভাবে পশম সংগ্রহ করা হয়। এই প্রক্রিয়ায় প্রাণীদের শরীর থেকে ৭ সেন্টিমিটারের বেশি লম্বা লোম কাটা হয়, যাতে তাদের কোনো ক্ষতি না হয়।

একবার পশম সংগ্রহের পর প্রতিটি ভিকুনিয়ার সংখ্যা গণনা করে তাদের সুস্থতা নিশ্চিত করা হয় এবং পরে আবার প্রকৃতিতে মুক্ত করে দেওয়া হয়। পরবর্তী বছরের চাকু পর্যন্ত তারা অবাধে পাহাড়ে বিচরণ করতে পারে।

পশমের বৈশিষ্ট্য ও গুরুত্ব
ভিকুনিয়ার পশমকে বিশ্বের সবচেয়ে দামী প্রাকৃতিক ফাইবার হিসেবে গণ্য করা হয়। এটি মানুষের চুলের চেয়েও ৮ গুণ বেশি চিকন এবং অত্যন্ত উষ্ণতাবাহী। এর গড় ব্যাস মাত্র ১২ থেকে ১৪ মাইক্রন। এমন সূক্ষ পশম দিয়ে তৈরি পোশাক দারুণ আরামদায়ক এবং উষ্ণ।

ঐতিহ্য ও পরিবেশগত প্রভাব
এই ঐতিহ্য ইনকা সভ্যতা থেকে চলে আসছে। ইনকারা এতটাই মর্যাদা দিত ভিকুনিয়ার পশমকে যে শুধুমাত্র রাজপরিবার এই পশমের পোশাক পরতে পারত। এছাড়া, গবেষণায় দেখা গেছে, ভিকুনিয়ারা প্রতিদিন নির্দিষ্ট স্থানে মলত্যাগ করে, যার ফলে সেই স্থানে নাইট্রোজেন ও ফসফরাস জমে গিয়ে বরফ গলে যাওয়ার পর গাছপালা চার গুণ দ্রুত বেড়ে ওঠে।

পরিকল্পনা ও সুরক্ষা
চাকু উৎসব সফল করতে স্থানীয় প্রশাসন ও আন্তর্জাতিক কৃষি সংস্থার সহযোগিতায় বিশেষজ্ঞদের নিয়ে পরিকল্পনা করা হয়। ইউনিয়নের উটজাতীয় প্রাণিবিভাগের প্রধান ফেলিক্স মেলগার জানান, ভিকুনিয়ার সংরক্ষণ এবং অর্থনৈতিক গুরুত্ব রক্ষার জন্য অত্যন্ত সতর্কতা ও সংগঠনের মাধ্যমে এই উৎসবটি পরিচালনা করা হয়।

শেখ ফরিদ 

×