ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

বিদ্যুৎ বিল বেশি আসছে? এই তারটি বদলালেই মিলবে সমাধান

প্রকাশিত: ১২:১০, ৮ জুলাই ২০২৫

বিদ্যুৎ বিল বেশি আসছে? এই তারটি বদলালেই মিলবে সমাধান

ছবি: সংগৃহীত।

প্রচণ্ড গরমে ফ্যান, এসি, ফ্রিজসহ নানা ইলেকট্রনিক যন্ত্রের ব্যবহারে বিদ্যুৎ খরচ স্বাভাবিকভাবেই বেড়ে যায়। তবে অনেক সময় দেখা যায়, ব্যবহার কম হলেও বিল আসে অস্বাভাবিক বেশি। এমন পরিস্থিতিতে অনেকে বিভ্রান্ত হয়ে পড়েন—কেন এত বিল আসছে?

বিদ্যুৎ বিল বেশি আসার একটি কম পরিচিত কিন্তু গুরুত্বপূর্ণ কারণ হতে পারে আর্থিং তারের ভুল সংযোগ।

বিশেষজ্ঞদের মতে, যদি বাড়ির মেইন সুইচ বোর্ডে আর্থিং তারটি নিউট্রাল লাইনের সাথে একত্রে সংযুক্ত থাকে, তাহলে বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ না বাড়লেও বিল বেড়ে যেতে পারে। এই ত্রুটির ফলে সার্কিটে বিদ্যুৎ প্রবাহের গতি ও গুণগত মানে বিভ্রাট ঘটে এবং ভুলভাবে ইউনিট গণনা হয়।

🔧 সমাধান কী?

  • একজন দক্ষ ইলেকট্রিশিয়ান ডেকে আপনার বিদ্যুৎ সংযোগ পরীক্ষা করান।

  • যদি দেখা যায় আর্থিং তারটি মেইন সুইচে নিউট্রালের সঙ্গে জোড়া আছে, তাহলে তা খুলে সরাসরি সার্ভিস ড্রপের নিউট্রাল তারের সাথে পেঁচিয়ে সংযুক্ত করুন।

  • এই ছোট্ট ঠিকানেই বিদ্যুৎ বিলের অকারণ বৃদ্ধি রোধ করা সম্ভব।

অতএব, শুধুমাত্র ব্যবহার কমিয়ে নয়, বিদ্যুৎ ব্যবস্থাপনায় কারিগরি সচেতনতা বজায় রাখলেও মাসিক খরচ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।

নুসরাত

×