ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

আমরা কি জানি রংধনু কেন আকাশে ওঠে?

শাহাজাদ ইসলাম, কন্ট্রিবিউটিং রিপোর্টার, ঠাকুরগাঁও

প্রকাশিত: ২০:২৪, ৯ জুলাই ২০২৫; আপডেট: ২১:০৯, ৯ জুলাই ২০২৫

আমরা কি জানি রংধনু কেন আকাশে ওঠে?

ছবি:সংগৃহীত

ছোট কিংবা বড়—আমরা সবাই রংধনু দেখতে ভালোবাসি। কিন্তু রংধনু আকাশে উঠার রহস্য কি আমাদের অনেকেরই জানা? ছোটবেলায় আমরা হয়তো গ্রামের প্রবীণদের মুখে শুনেছি, রংধনু উঠে আকাশে পানি উঠানোর জন্য। তখনকার দিনে গ্রামে-গঞ্জে এমন কথিত বিশ্বাস ছিল। কিন্তু আসলে কি তাই?
চলুন, জেনে নিই আকাশে রংধনু কেন উঠে।

বিজ্ঞান বলছে, সূর্যের আলো যখন বৃষ্টির পানির ফোঁটার ভেতর দিয়ে প্রবেশ করে, তখন প্রতিসরণ, প্রতিফলন এবং বিচ্ছুরণের ফলে আলো ভেঙে যায় এবং তৈরি হয় সাতটি রঙ। এই কারণেই বৃষ্টি থামার পর আকাশে এই অসাধারণ রংধনু দেখা যায়।

প্রবীণরা বলছেন, আগে এমন দৃশ্য প্রায়ই দেখা যেত, কিন্তু এখন শহরের ধোঁয়া আর দূষণে এমন দৃশ্য বিরল হয়ে গেছে।

রংধনু শুধু একটি প্রাকৃতিক সৌন্দর্য নয়, এটি প্রকৃতির বৈজ্ঞানিক রহস্যের এক বাস্তব উদাহরণ। এই বিস্ময়কর দৃশ্য প্রকৃতির প্রতি মানুষের মুগ্ধতা বাড়িয়ে দেয়, আর শিশুদের মাঝে সৃষ্টি করে এক ধরনের কৌতূহল।

পরিবেশবিদদের মতে, “রংধনু প্রকৃতির এক উপহার। আমাদের উচিত পরিবেশকে বাঁচিয়ে রাখা, যাতে ভবিষ্যতেও এমন দৃশ্য দেখতে পারে নতুন প্রজন্ম।”

শেষ কথায় বলা যায়, রংধনু শুধু আকাশের রঙ নয়—এটি প্রকৃতির হাসি, আনন্দ আর আশার প্রতিচ্ছবি।

 
 

মারিয়া

×