ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তোপের মুখে পালিয়ে বাঁচলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৯:১২, ৪ জানুয়ারি ২০২০

তোপের মুখে পালিয়ে বাঁচলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

ভয়াবহ দাবানলে পুড়তে থাকা অস্ট্রেলিয়ায় এবার একটি শহর পরিদর্শনে গিয়ে স্থানীয় অধিবাসীদের তীব্র ভর্ৎসনা আর তোপে পড়ে তড়িঘড়ি সফর সংক্ষিপ্ত করে চলে যেতে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী স্কট মরিসন। বৃহস্পতিবার নিউ সাউথ ওয়েলসের কোবারগো পরিদর্শনে গিয়েছিলেন মরিসন। দাবানলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে কোবারগো অন্যতম। শহরটির বেগা ভ্যালি মঙ্গলবার সকাল থেকে দাবানলে পুড়ছে। মারা গেছে তিনজন। অন্যান্যদের বাড়িঘর পুড়ে গেছে। মরিসন তার সহযোগীদের নিয়ে ওই এলাকায় পৌঁছে স্থানীয়দের সঙ্গে কথা বলতে গেলে বাসিন্দাদের তোপের মুখে পড়েন। লোকজন তাকে গালিগালাজও করে। খবর বিবিসি অনলাইনের। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, মরিসন এক নারীর কাছে তার কুশল জানতে চেয়ে তার সঙ্গে হাত মেলানোর চেষ্টা করছেন। কিন্তু তাতে আগ্রহ দেখাচ্ছেন না ওই নারী। বরং কড়া চোখে মরিসনের দিকে তাকিয়ে রাগান্বি^ত স্বরে তিনি বলছেন, ‘আমাদের রুরাল ফায়ার সার্ভিসকে আপনি আরও তহবিল দিলেই কেবল আপনার সঙ্গে হাত মেলাব। কারণ বহু মানুষ বাড়িঘর হারিয়েছে। আমাদের আরও সাহায্য চাই’ বলতে শোনা যায় ওই নারীকে। এ সময় একজনকে এগিয়ে এসে ওই নারীকে সেখান থেকে সরিয়ে নেয়ার চেষ্টা করতে দেখা যায়। এরপর আরও কয়েকজন অধিবাসী প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলে। ‘আপনি এখানে আর কোন ভোট পাবেন না’, আপনি একটা ইডিয়ট’, ‘চলে যান, দূর হয়ে যান,’ ‘আপনি এখানে স্বাগত নন,’- এমন সব কথা বলতে শোনা যায় তাদের । এমন বিরূপ আচরণের শিকার হয়ে শেষমেশ প্রধানমন্ত্রী মরিসন এবং প্রাকৃতিক দুর্যোগমন্ত্রী ডেভিড লিটলপ্রাউড দ্রুত হেঁটে গাড়িতে উঠে সঙ্গে সঙ্গে এলাকা ত্যাগ করেন। গত সেপ্টেম্বর থেকেই ক্রমাগত দাবানলে জ্বলছে অস্ট্রেলিয়ার বিভিন্ন এলাকা। পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করার মধ্যেই কিছুদিন আগে প্রধানমন্ত্রী মরিসন হাওয়াই দ্বীপে অবকাশ যাপনে ছিলেন। মরিসন তার পূর্বনির্ধারিত ছুটিতে থাকলেও দেশের এ পরিস্থিতিতে তার অনুপস্থিতি অনেককেই ক্ষুব্ধ করে। কোবারগো পরিদর্শনে গিয়ে তিনি সম্ভবত সেই রোষেরই শিকার হয়েছেন। অস্ট্রেলিয়ায় দাবানলে এ পর্যন্ত মারা গেছে ১৮ জন। ধ্বংস হয়েছে ভিক্টোরিয়া এবং নিউ সাউথ ওয়েলসের ১২শর বেশি বাড়িঘর। সামনের দিনগুলোতে দাবানল আরও হিংস্র্র হয়ে উঠতে পারে বলে পূর্বাভাসের দেয়া হয়েছে।
×