ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সৌদিতে পিএসসি ও জেএসসি পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশিত: ১২:২৪, ২ জানুয়ারি ২০২০

সৌদিতে পিএসসি ও জেএসসি পরীক্ষার ফল প্রকাশ

জনকণ্ঠ ডেস্ক ॥ ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে সৌদি আরবের কেন্দ্রগুলোতে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। দেশটির রিয়াদ, জেদ্দা, মদিনা ও বুরাইদার কেন্দ্রগুলোতে পিএসসিতে পাসের হার ৯৭.৯২ শতাংশ ও জেএসসিতে পাসের হার ৯৯.১৫ শতাংশ। খবর বিডিনিউজের। রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এ্যান্ড কলেজে জেএসসি পরীক্ষায় মোট ৬২ জন ছাত্র-ছাত্রীর মধ্যে পাস করেছে ৫৯ জন, পাসের হার ৯৫.১৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬ জন। একই কেন্দ্রে পিএসসিতে ৮৬ জন ছাত্র-ছাত্রী পরীক্ষা দিয়ে ৮৫ জন পাস করেছে। পাসের হার ৯৪.৪৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪১ জন। জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এ্যান্ড কলেজে পিএসসিতে ৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাসের হার শতভাগ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৬ জন। একই কেন্দ্রে জেএসসিতে অংশ নেয় ১০৩ জন ছাত্রছাত্রী, পাস করে ৯৭ জন। এই কেন্দ্রে পাসের হার ৯৭.০৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৭ জন। এদিকে মদিনায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে পিএসসিতে পরীক্ষার্থী ছিল ১৮ জন। কেন্দ্রটিতে শতভাগ পাস করেছে। জেএসসিতেও ১৩ জন ছাত্রছাত্রী অংশ নিয়ে শতভাগ পাস করে। এছাড়া বুরাইদাতে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে পিএসসিতে ৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৫ জনই উত্তীর্ণ হয়েছে।
×