ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

খায়রুল মজিদ ফের ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচিত

প্রকাশিত: ১১:৪০, ৩১ ডিসেম্বর ২০১৯

খায়রুল মজিদ ফের ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচিত

খায়রুল মজিদ মাহমুদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এ নিয়ে তিনি চতুর্থবারের মতো ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। গত শনিবার অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনে তাকে আগামী ২০১৯-২০ বছরের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রেসিডেন্ট নির্বাচন করা হয়। খায়রুল মজিদ মাহমুদ দেশের অন্যতম শিল্পপতি এবং ব্যবসায়ী। তিনি কাল্ডওয়েল গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান। সাধারণ সভায় প্রেসিডেন্ট ছাড়াও ১০ নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। তারা হলেন, আবু মোহাম্মদ সাদাত (অমি), তানভীর আহমেদ (মিকি), মজিবুর রহমান মৃধা, আমিনুর রেজা খান (দুলাল), ইফতেখার রহমান, সৈয়দা নিলুফার ইয়াসমিন, নিলুফার করিম, ইঞ্জিনিয়ার আহমেদ আসকারী, মোহাম্মদ আলী দীন ও এইচএম মুর্শেদ।-বিজ্ঞপ্তি।
×