ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাংবাদিক আতিক হত্যা মামলায় এক আসামির মৃত্যুদন্ড বহাল

প্রকাশিত: ১০:২৮, ৯ ডিসেম্বর ২০১৯

 সাংবাদিক আতিক হত্যা মামলায়  এক আসামির মৃত্যুদন্ড বহাল

স্টাফ রিপোর্টার ॥ সাংবাদিক আতিক হত্যা মামলায় এক আসামির মৃত্যুদন্ডসহ চার আসামির বিচারিক আদালতের রায় বহাল রেখেছে হাইকোর্ট। রায়ে একজনের ফাঁসি ও দুইজনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। ২০০৯ সালে বেসরকারী টিভি চ্যালেন এনটিভির ভিডিও এডিটর আতিকুল ইসলামকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় ২০১৪ সালের ২৪ জুন বিচারিক আদালত একজনকে মৃত্যুদন্ড, দুইজনকে যাবজ্জীবন ও একজনকে তিন বছরের কারাদন্ড প্রদান করে। রবিবার বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মোঃ আখতারুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ বিচারিক আদালতের ওই রায় বহাল রেখে রায় প্রদান করেছেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি হলো শাকিল শিকদার। যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত দুই আসামি আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে আলী সরকার নাহিদ ও মোঃ ফোরকান। আর তিন বছরের কারাদন্ড দেয়া হয় মোঃ খোকনকে। আদালতে এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল শাহীন আহম্মেদ খান ও সহকারী এ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান।
×