ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিমানের আদলে অটো নির্মাণ করলেন ওমর ফারুক

প্রকাশিত: ০৯:২৫, ১ ডিসেম্বর ২০১৯

 বিমানের আদলে অটো নির্মাণ করলেন ওমর ফারুক

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ৩০ নবেম্বর ॥ বিমানের আদলে অটো নির্মাণ করে তাক লাগিয়ে দিয়েছেন বিদেশ ফেরৎ ওমর ফারুক শিকদার। রাস্তায় চলাচলে উপযুক্ত এই অটোটি দেখতে এবং চড়তে দূর-দূরান্ত থেকে আসছে সাধারণ মানুষ। ইজিবাইকের কভার ও মোটরসাইকেলের ইঞ্জিন দিয়ে এই ব্যতিক্রমী অটো তৈরি করে সবার মাঝে প্রশংসা কুড়াচ্ছেন এই যুবক। ওমর ফারুকের প্রতিবেশীরাও গর্ববোধ করছেন তাদের এলাকার যুবকের এই ব্যতিক্রমী আবিষ্কার রাস্তায় চলাচল উপযোগী অটো নিয়ে। জানা গেছে, সদর উপজেলার উত্তর দুধখালী শিকদারকান্দি গ্রামের কারী আব্দুল জলিল শিকদারের ছেলে ওমর ফারুক থাকতেন মালয়েশিয়ায়। ৫ বছর মালয়েশিয়া অবস্থান শেষে বাংলাদেশে এসেই তিনি নির্মাণ করেন বিমানের আদলে অটো। প্রবাসে থাকাকালীন বিমান তৈরির পরিকল্পনা তার মাথায় আসে। সেখান থেকেই রাস্তায় চলাচল উপযুক্ত অটো তৈরির এ ধারণা গ্রহণ করেন ওমর ফারুক। তিনি নিজে নিকটাত্মীয়ের একটি ওয়ার্কশপে বিমানের আদলে অটোবাইক তৈরি করেন। অটোটি তৈরি করতে প্রায় তিন লাখ টাকা খরচ হয়েছে। অটোটিতে যাত্রীর আসন সংখ্যা ৪টি।
×