ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ডেমোক্র্যাটিক নমিনেশন প্রতিযোগিতায় ব্লুমবার্গ

প্রকাশিত: ০৯:১১, ২৬ নভেম্বর ২০১৯

ডেমোক্র্যাটিক নমিনেশন প্রতিযোগিতায় ব্লুমবার্গ

নিউইয়র্কের সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ আনুষ্ঠানিকভাবে ডেমোক্র্যাটিক নমিনেশন প্রতিযোগিতায় নেমেছেন। ৭৭ বছর বয়সী ব্লুমবার্গ রবিবার বলেন, তিনি নির্বাচনে দাঁড়াচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে এবং আমেরিকাকে পুনর্গঠন করতে। এজন্য তিনি ডেমোক্রেট দল থেকে প্রার্থিতা চাইছেন। বিবিসি। আগামীবছর নবেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। সেই নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে টেক্কা দিতে মনোনয়ন চাইছেন বিরোধী ডেমোক্রেট দলের ১৭ জন প্রার্থী। সেই দলের সঙ্গে যুক্ত হলেন মাইকেল ব্লুমবার্গ। এত প্রার্থীর মধ্য থেকে দল মনোনয়ন দেবে একজনকে। কে হবেন সেই সৌভাগ্যবান তা নির্ধারণ করা হবে প্রাইমারি নির্বাচনের মাধ্যমে। এখন পর্যন্ত ফ্রন্ট রানার বা সামনের সারিতে আছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন, সিনেটর এলিজাবেথ ওয়ারেন এবং বার্নি স্যান্ডার্স। তাদের সঙ্গে দলীয় মনোনয়নের প্রতিদ্বন্দ্বিতায় নামার ঘোষণা দিয়ে ব্লুমবার্গ বলেছেন, আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে এবং আমেরিকাকে নতুন করে গড়ে তোলার জন্য প্রেসিডেন্ট পদে নির্বাচন করব। এ নিয়ে কয়েক মাস ধরে যখন বিতর্ক চলছে তখন এই নির্বাচনী মাঠে প্রবেশ করলেন মাইকেল ব্লুমবার্গ।
×