ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উজ্জীবিত টেরেঙ্গানুর সামনে ক্লান্ত চেন্নাই

প্রকাশিত: ০৮:০৬, ২১ অক্টোবর ২০১৯

উজ্জীবিত টেরেঙ্গানুর সামনে ক্লান্ত চেন্নাই

স্পোর্টস রিপোর্টার ॥ ভ্রমণক্লান্তি নিয়েই শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলে মিশন শুরু করতে যাচ্ছে চেন্নাই সিটি এফসি। কাল মঙ্গলবার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে ভারতীয় ক্লাবটির প্রতিপক্ষ মালয়েশিয়ান লীগে সপ্তম হওয়া ক্লাব টেরেঙ্গানু এফসি। ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়। এবারের আসরের অন্যতম ফেবারিট দল মনে করা হচ্ছে চেন্নাইকে। ভারতের আই লীগের চ্যাম্পিয়ন দলটি বড় স্বপ্ন নিয়েই বন্দরনগরীতে এসেছে। তবে প্রথম ম্যাচে তাদের ক্লান্তি ভর করে বসলে অবাক হওয়ার কিছু থাকবেনা। কেননা তারা চট্টগ্রাম পৌঁছেছে রবিবার রাতে। সোমবার সকালে বন্দরে অনুশীলন করেছে কোচ আকবর নওয়াজের দল। এবার মাঠে নামার পালা। সবমিলিয়ে ম্যাচের আগে দম ফেলানোর সুযোগ পাচ্ছেন না সান্ড্রো রড্রিগুয়েজ, পেড্রো মাঞ্জি, রনজিত পান্ডেরা। অথচ চেন্নাইয়ের প্রতিপক্ষ টেরেঙ্গানু টুর্নামেন্ট শুরুর বেশ কয়েকদিন আগে এসে নিজেদের মানিয়ে নেয়ার চেষ্টা করছে পরিবেশের সাথে। চেন্নাই দৌড়ঝাঁপ করে মাঠে নামার প্রস্তুতি নিলেও আটঘাট বেঁধে নামছে টেরেঙ্গানু। দলটির সেরা তারকার নাম লি টাক। যাকে বাংলাদেশী ফুটবলাররা ভালমতোই চিনেন। ইংলিশ এই ফরোয়ার্ড ২০১৫-১৬ মৌসুমে ঢাকা আবাহনীর লীগ চ্যাম্পিয়ন করার পথে করেন ১০ গোল। শুধু তাই নয়, সতীর্থদের গোলে অবদান রাখা, নিখুঁত ফ্রিকিকে প্রতিপক্ষ গোলরক্ষককে বোকা বানাতেন হরহামেশাই। কিন্তু আবাহনী তাঁকে ধরে রাখতে পারেনি। ওই এক মৌসুম খেলেই তিনি বাংলাদেশ ছাড়েন। সেই লি টাকা এবার বাংলাদেশে এসেছেন মালয়েশিয়ার টেরেঙ্গানুর হয়ে খেলতে। প্রায় তিন বছর পর আজ আবার লাল-সবুজের দেশের মাটিতে খেলতে নামছেন ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড। টেরেঙ্গানুর কোচ নাফুজি সব প্রতিপক্ষকে সমীহ করলেও ফাইনালে খেলতে চান, ‘এখানে সব দলই ভাল। তবে আমরাও একটা লক্ষ্য নিয়ে এসেছি। শিরোপাটা চাই’। নাফুজি আরও বলেন, ‘আমরা রোমাঞ্চিত প্রথম ম্যাচ নিয়ে। ম্যাচটা ভাল হবে, কারণ ভারতীয় প্রতিপক্ষ বেশ ভাল।’ লি টাকের বাংলাদেশে খেলে যাওয়ার সুবিধা তার দল পাবে বলে আশাবাদী টেরেঙ্গানু কোচ। অন্যদিকে ভ্রমণ ক্লান্তি থাকলেও চেন্নাই ভাল করার স্বপ্ন বুনছে স্প্যানিশদের ঘিরে। ইন্ডিয়ান সুপার লীগ (আইএসএল) জয়ে দলের আক্রমণভাগে তিন স্প্যানিশ ফরোয়ার্ড ছিলেন দুর্দান্ত। পেড্রো মাঞ্জি ২১টি, সান্ড্রো রড্রিগুয়েজ ৯টি ও নেস্টোর গর্ডিলো গোল করেছিলেন ৮টি। এই ধারালো আক্রমণভাগ যে কোনো প্রতিপক্ষকে উড়িয়ে দিতে সক্ষম। শেখ কামাল কাপে নিজেদের প্রথম ম্যাচেও অভিন্ন লক্ষ্য নিয়ে মাঠে নামছে ভারতীয় ক্লাবটি।
×