ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ক্ষমতাসীন দলের পাঁচ শতাধিক নেতাকর্মীর তালিকা তৈরি ॥ হার্ডলাইনে সরকার

প্রকাশিত: ১০:১৮, ২৩ সেপ্টেম্বর ২০১৯

ক্ষমতাসীন দলের পাঁচ শতাধিক নেতাকর্মীর তালিকা তৈরি ॥ হার্ডলাইনে সরকার

শংকর কুমার দে ॥ সাবেক মন্ত্রী, বর্তমান এমপি, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগের পাঁচ শতাধিক নেতাকর্মীর তালিকা তৈরি করেছে গোয়েন্দা সংস্থা। সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, মাদক, জুয়া, টেন্ডারবাজিসহ বিভিন্ন ধরনের অপরাধ-অপকর্মের অভিযোগ রয়েছে তালিকাভুক্ত নেতাকর্মীর বিরুদ্ধে। এদের মধ্যে অনেক নেতাকর্মী আছেন যারা ক্ষমতাসীন দলে অনুপ্রবেশকারী বলে পরিচিতও। তালিকাভুক্ত অনেক নেতাকর্মী গা ঢাকা দিয়েছেন। অনেকেই পালিয়ে বিদেশে চলে যাওয়ার চেষ্টা করছেন। সরকারের ভাবমূর্তি বিনষ্টকারী এসব নেতাকর্মীর বিরুদ্ধে কঠোর এ্যাকশনে যাওয়ার জন্য হার্ড লাইন বেছে নিয়েছে সরকার। গোয়েন্দা সংস্থার সূত্রে এ খবর জানা গেছে। সারাদেশে তিন শ’ জাতীয় সংসদ নির্বাচনী এলাকায় পাঁচ শতাধিক নেতাকর্মী বিভিন্ন অপকর্মের মাধ্যমে আঙ্গুল ফুলে কলাগাছ হওয়াসহ ক্ষমতাসীন দলের ভাবমূর্তি নষ্ট করেছেন। সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে ক্ষমতাসীন দল এবং তার অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের তালিকা তৈরি করেছে গোয়েন্দা সংস্থা। গোয়েন্দা সংস্থার তালিকার ভিত্তিতেই রাজধানীতে জুয়ার আসর ক্যাসিনোতে অভিযান, ক্যাসিনো পরিচালনাকারী, দুর্নীতিবাজ-টেন্ডারবাজদের গ্রেফতারসহ অভিযান চালানো হচ্ছে।
×