ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সৌদিতে সড়ক দুর্ঘটনায় না’গঞ্জের নিহত ৪

প্রকাশিত: ১১:১০, ২৫ আগস্ট ২০১৯

সৌদিতে সড়ক দুর্ঘটনায় না’গঞ্জের নিহত ৪

জনকণ্ঠ ডেস্ক ॥ সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ও খাগকান্দা ইউনিয়নের চারজন নিহত হয়েছেন। শনিবার সকালে নিহত ব্যক্তিদের বাড়িতে এ খবর পৌঁছায়। খবর বাংলানিউজের। নিহত চারজন হলেন- কালাপাহাড়িয়া ইউনিয়নের বদলপুর গ্রামের জাব্বার মিয়ার ছেলে সুরুজ মিয়া (২৫), একই গ্রামের মোতালিব বেপারির ছেলে নুরা মিয়া (২৩), খালিয়ারচর গ্রামের মোকারমের ছেলে উজ্জল (২২) ও খাগকান্দা ইউনিয়নের চম্পকনগর গ্রামের আকরাম আলীর ছেলে রাসেল (২৪)। কালাপাহাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন জানান, নিহত ওই চার ব্যক্তি মদিনার আল-ফাহাদ কোম্পানিতে কর্মরত ছিলেন। শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১০টায় তারা একটি মাইক্রোবাসে করে কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারান। সরেজমিনে নিহত রাসেলের বাড়ি চম্পকনগরে গিয়ে দেখা যায়, ছেলেকে হারিয়ে পাগলপ্রায় অবস্থা রাসেলের বাবা-মার। কিছুক্ষণ পরপরই তারা জ্ঞান হারাচ্ছেন। তবে তাদের মরদেহ কবে আসবে, তা জানা যায়নি। অভিবাসীদের নিয়ে কাজ করা সংগঠন অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রামের (ওকাপ) ফিল্ড অফিসার আমিনুল হক বলেন, আমরা তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে মরদেহ আনার ব্যাপারে সহযোগিতা করব। সৌদি থেকেও যাতে সব সুযোগ-সুবিধা পাওয়া যায়, সেই ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি।
×