ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মিয়ানমার থেকে আনার পথে ৩৩ গরুর মৃত্যু

প্রকাশিত: ০৮:২২, ১১ আগস্ট ২০১৯

 মিয়ানমার থেকে আনার পথে ৩৩ গরুর  মৃত্যু

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ উত্তাল সাগরে মিয়ানমার থেকে আসার পথে গরু বোঝাই ট্রলারে ৩৩টি গরুর মৃত্যু হয়েছে। মিয়ানমার থেকে ট্রলার বোঝাই গরু আমদানি করে টেকনাফের শাহপরীরদ্বীপ এসে শনিবার এ তথ্য জানিয়েছে ব্যবসায়ীরা। শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই দীপক বিশ্বাস গরু মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। জানা গেছে, গত ৮ আগস্ট মিয়ানমার হতে গরু বোঝাই একটি ট্রলার বাংলাদেশের উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে বৈরী আবহাওয়ার কবলে পড়লে উত্তাল ঢেউয়ের ঝাঁকুনিতে একপির ওপর আরেকটি গরু এসে পড়ে। এতে ৩৩টি গরুর মৃত্যু ঘটে। শুক্রবার বিকেল পর্যন্ত বিপুল পরিমাণ পশুভর্তি ১৮টি কার্গো ট্রলার শাহপরীরদ্বীপ জেটিতে এসে নোঙ্গর করেছে। সাভারে ১০ গরু সংবাদদাতা সাভার থেকে জানান, সাভারে নদী পথে গাবতলীর কোরবানির হাটে যাওয়ার পথে ট্রলার ডুবে ১০ গরু মারা গেছে। শনিবার দুপুরের দিকে সাভারের উলাইলে বংশী নদীতে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, এদিন ট্রলারে করে ৪০টি গরু নিয়ে মানিকগঞ্জের সিংগাইর থেকে গাবতলীর পশুর হাটে যাচ্ছিল ব্যাপারীরা। উলাইলের কর্নপাড়া এলাকায় বংশী নদীতে হঠাৎ করে ট্রলারটি কাত হয়ে উল্টে ডুবে যায়। এসময় ব্যাপারীরা ৩০টি গরু নিয়ে তীরে উঠতে পারলেও ১০টি গরু মারা যায়।
×