ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ক্ষতিগ্রস্ত লাইন মেরামত ত্রিমোহিনী-বোনারপাড়া ট্রেন চলাচল ২৩ দিন পর শুরু

প্রকাশিত: ১১:৫৯, ৯ আগস্ট ২০১৯

ক্ষতিগ্রস্ত লাইন মেরামত ত্রিমোহিনী-বোনারপাড়া ট্রেন চলাচল ২৩ দিন পর শুরু

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৮ আগস্ট ॥ কাউনিয়া-গাইবান্ধা-বোনারপাড়া-সান্তাহার রুটে ২৩ দিন পর রাজধানী ঢাকার সঙ্গে বৃহস্পতিবার সরাসরি ট্রেন চলাচল চালু হয়েছে। উল্লেখ্য, গত ১৬ জুলাই থেকে বন্যার পানির তোড়ে গাইবান্ধার আপ স্টেশন ত্রিমোহিনী-বাদিয়াখালী-বোনারপাড়া পর্যন্ত ১ হাজার ফুট রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় এই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। উল্লেখ্য, গত ২ আগস্ট রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ত্রিমোহিনী-বাদিয়াখালী-বোনারপাড়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত রেললাইন পরিদর্শন করেন এবং জরুরী ভিত্তিতে মেরামতের ওপর গুরুত্বারোপ করেন। সে সময় ঘোষণা করেছিলেন আসন্ন ঈদ-উল-আজহার পূর্বে যে কোন মূল্যে উত্তরাঞ্চলের সঙ্গে লালমনিরহাট-সান্তাহার রুটে রেল যোগাযোগ পুনঃস্থাপন করা হবে। অতঃপর রেলমন্ত্রীর নির্দেশে ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত মেরামত কাজ সম্পন্ন হয় এবং তার ঘোষিত নির্দিষ্ট দিন থেকেই সরাসরি ট্রেন চলাচল পুনঃস্থাপিত হয়। নর্থসাউথের-স্টারকম চুক্তি স্বাক্ষর মঙ্গলবার নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্প্রতি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর হয়। নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিক ইসলাম এবং স্টারকম বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সারাহ আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন। কর্মকর্তারা জানিয়েছেন, চুক্তির আওতায় নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গণমাধ্যমের সম্পর্ক উন্নয়নে বিজ্ঞাপন ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিপণন কার্যক্রম পরিচালনা করবে স্টারকম। এ সময় নর্থসাউথ এ্যালামনাই এবং এনএএএসবিই’র (এনএসইউ এ্যালামনাই এ্যাসোসিয়েশন অব স্কুল অব বিজনেস এ্যান্ড ইকোনমিকস) ভাইস-প্রেসিডেন্ট জিয়াউদ্দিন আদিল, স্টারকম বাংলাদেশের পরিচালক তারাননুম বুশরা আলম, পরিকল্পনা বিভাগ প্রধান আরিফুর রহমান, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ পরিচালক জামিল আহমেদ এবং অর্থায়ন পরিচালক মোহাম্মদ সাঈদ আহমেদ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
×