ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এক মামলায় মাদ্রাসার প্রধান শিক্ষকের দোষ স্বীকার

প্রকাশিত: ১২:৫১, ১২ জুলাই ২০১৯

এক মামলায় মাদ্রাসার প্রধান শিক্ষকের দোষ স্বীকার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ফতুল্লার ভূইঘরের মাহমুদপুর এলাকার বাইতুল হুদা ক্যাডেট মাদ্রাসার ১২ ছাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতারকৃত প্রধান শিক্ষক মাওলানা আল-আমিন পর্নোগ্রাফি ও ডিজিটাল সিকিউরিটি এ্যাক্ট আইনে দায়ের মামলায় দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালতে ওই শিক্ষক জবানবন্দী দেন। রাত সাড়ে ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান। গত রবিবার একই আদালত প্রধান শিক্ষক আল-আমিনকে পর্নোগ্রাফি ও ডিজিটাল সিকিউরিটি এ্যাক্ট আইনে দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করে। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান জানান, পর্নোগ্রাফি ও ডিজিটাল সিকিউরিটি এ্যাক্ট আইনে ৫ দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার বিকেলে আদালতে প্রধান শিক্ষক আল-আমিনকে হাজির করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালতে ওই মামলায় দোষ স্বীকার করে জবানবন্দী দিয়েছেন। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। তিনি আরও জানান, একই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় আগামী রবিবার আল-আমিনের বিরুদ্ধে আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।
×