ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম আবাহনীকে রুখে দিল সাইফ

প্রকাশিত: ০৮:৩১, ১০ জুলাই ২০১৯

চট্টগ্রাম আবাহনীকে রুখে দিল সাইফ

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম লেগেও দু’দলের মোকাবেলায় যা হয়েছিল, এবার দ্বিতীয় লেগেও তাই হলো। অর্থাৎ ড্র। তবে ছোট একটা তফাত আছে। প্রথম লেগের ম্যাচে কোন দলই গোল করতে পারেনি, দ্বিতীয় লেগে দু’দলই গোল করেছে। বুধবার ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলায় চট্টগ্রাম আবাহনী লিমিটেডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড। খেলার প্রথমমার্ধেই সবগুলো গোল হয়। খেলার তৃতীয় মিনিটে দুই ডিফেন্ডারকে চমৎকারভাবে কাটিয়ে দারুণ শটে সোহেল মিয়া এগিয়ে নেন চট্টগ্রাম আবাহনীকে। একাদশ মিনিটে সমতায় ফেরার ভাল একটি সুযোগ নষ্ট হয় সাইফের। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আলেসান্দ্রো সেলিনের ফ্রি কিক গোলর¶কের গ্লাভস ছুঁয়ে ক্রসবারে লেগে ফিরে আসে। ২৬ মিনিটে ইমরান হাসান রিমনের কর্নার থেকে কলম্বিয়ার ফরোয়ার্ড দেইনার আন্দ্রেস করদোবা হেডে সমতায় ফেরান সাইফকে। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে আবারও সাইফ গোলবঞ্চিত হয়। জকিরভের কর্নার গোলর¶ক মোহাম্মদ নেহাল ফেরানোর পর জামাল ভূঁইয়ার শট ক্রসবারে লেগে ফেরে। ১৯ ম্যাচে ১১ জয় ও পাঁচ ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে (একধাপ অবনমন) রয়েছে সাইফ। ২০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে চট্টগ্রাম আবাহনী।
×