ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়ায় কোটি টাকার মোবাইল ডিসপ্লে জব্দ, আটক ১

হীরা আহমেদ জাকির, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ২০:২৫, ২ জুলাই ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় কোটি টাকার মোবাইল ডিসপ্লে জব্দ, আটক ১

ছবি: জনকণ্ঠ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ১১ হাজার ৬০০ পিস অবৈধ মোবাইল ডিসপ্লে উদ্ধারসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় পরিবহনের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে বুধবার মধ্যরাতে বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও এলাকায় চান্দুরা-সিঙ্গারবিল সড়কে অভিযান পরিচালনা করে ২ কোটি ৩২ লাখ টাকার অবৈধ মোবাইল ডিসপ্লে উদ্ধারসহ মোঃ রাসেল (২৯) নামের একজনকে গ্রেফতার করা হয়। এ সময় মোবাইলের অবৈধ ডিসপ্লে পরিবহনে ব্যবহৃত একটি সিলভার রঙের নোহা মাইক্রোবাস (রেজি. নম্বর: ঢাকা মেট্রো-চ-১৯-৩০১৯) জব্দ করা হয়।

বুধবার (২ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম. এম. রকিব উর রাজা বিষয়টি নিশ্চিত করেন।

শহীদ

×