
স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের বিরামপুর উপজেলার পল্লীতে আশিকুল ইসলাম (৪) নামে এক শিশুকে অপহরণ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ শনিবার সকাল সাড়ে ৯টায় বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের হামলাকুড়ি গ্রামের বাড়ীর পাশের পাটক্ষেতে থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার বিকেলে শিশুটিকে অপহরণ করা হয়। শিশু আশিকুল ইসলাম হামলাকুড়ি গ্রামের শাহিনুর ইসলামের ছেলে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে বাড়ীর পাশে খেলার সময় অপহরণ হয় শিশু আশিকুল। রাতে শিশুর বাবা শাহিনুর ইসলামকে অপহরণকারীরা ২ লাখ টাকা চাঁদা দাবী করে। পরবর্তীতে আজ শনিবার সকালে বাবা শাহিনুর ইসলামকে ফোন দিয়ে জানান যে, বাড়ীর পাশে ধান ক্ষেতে তার ছেলের লাশ রয়েছে। পরে পরিবারের লোকজন পাটক্ষেতে গিয়ে শিশুর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। অপহরণকারীদের গ্রেফতারে পুলিশের অভিযান শুরু করা হয়েছে।
এব্যাপারে বিরামপুর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করলে তা রুজু করা হবে বলে তিনি জানান।