ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যোগ দিলেন ইউজিসির নয়া চেয়ারম্যান

প্রকাশিত: ০৯:২৭, ২৭ মে ২০১৯

  যোগ দিলেন ইউজিসির নয়া চেয়ারম্যান

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) -এর নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ রবিবার ইউজিসিতে যোগদান করেন। কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লার কাছ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন। তিনি ইউজিসি’র ১৩তম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন দায়িত্ব হস্তান্তরকালে প্রফেসর আলী মোল্লা বলেন, নবনিযুক্ত চেয়ারম্যানের বলিষ্ঠ নেতৃত্বে দেশের বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষা-গবেষণা এবং ইউজিসির সামগ্রিক কার্যক্রম বেগবান হবে। অধ্যাপক শহীদুল্লাহ বলেন, তার মূল চ্যালেঞ্জ হবে দেশে গুণগত উচ্চশিক্ষা নিশ্চিত করা। একইসঙ্গে গবেষণার সংখ্যা ও মান বৃদ্ধি করা। তিনি আরও বলেন, তার দায়িত্ব সরকারের নিয়মনীতি মেনে দেশের শ্ববিদ্যালয়সমূহের তদারকি প্রতিষ্ঠান ইউজিসিকে পরিচালনা করা। -বিজ্ঞপ্তি
×