ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইইউ নির্বাচন

ম্যাক্রোঁর উচ্চাভিলাষ ঝুঁকিতে

প্রকাশিত: ০৮:১৪, ২৫ মে ২০১৯

 ম্যাক্রোঁর  উচ্চাভিলাষ ঝুঁকিতে

ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এ সপ্তাহান্তে ফ্রান্সের সংস্কার ও ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে এক উদার ইউরোপ প্রতিষ্ঠার লড়াইয়ের জন্য তার উচ্চাভিলাষের এক মারাত্মক পরীক্ষার সম্মুখীন হচ্ছেন। নির্বাচনে তার নিজের দল কট্টর ডানপন্থী দলের কাছে হেরে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। সাম্প্রতিক জনমত জরিপগুলোতে বলা হয়েছে, কট্টর ন্যাশনাল র‌্যালি (আরএন) ম্যাক্রোঁর মধ্যপন্থী রিপাবলিক অন দ্য মুভকে (এলআরইএম) শূন্য দশমিক ৫-২ শতাংশ পয়েন্টে হারাবে। দুই দল কয়েক মাস ধরে একই অবস্থানে থাকার পর জরিপে এ পরিবর্তন ঘটল। বিশ্লেষকরা বলেছেন যে, ম্যাক্রোঁর পাঁচ বছরের মেয়াদে দু’বছরের মধ্যে ইইউ নির্বাচন তার জন্য এক মারাত্মক সন্ধিক্ষণ এবং ৪১ বছর বয়স্ক প্রেসিডেন্ট তার ভাষায় তার মেয়াদে এ দ্বিতীয় কর্মকান্ডে সংস্কার অব্যাহত রাখতে পারবেন কিনা তার ওপর প্রভাব রাখবে। -এএফপি
×