ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৮ বিভাগেই হতে পারে বৃষ্টি

প্রকাশিত: ০৩:৫০, ২৪ মে ২০১৯

৮ বিভাগেই হতে পারে বৃষ্টি

অনলাইন ডেস্ক ॥ চার বিভাগের অনেক জায়গায়, দুই বিভাগের কিছু কিছু জায়গায় এবং বাকি দুই বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। পূর্বাভাসে বলা হয়, ‘রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পূর্বাভাস অনুযায়ী, ঢাকায় দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলেমিটার বাতাসের গতিবেগ থাকতে পারে। যা অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ ৩০-৪০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। শুক্রবার সকাল ৬টায় ঢাকার বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ।
×