ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পূর্ব লন্ডনে তারাবির সময় মসজিদের বাইরে গুলি

প্রকাশিত: ০৮:৫৯, ১১ মে ২০১৯

 পূর্ব লন্ডনে তারাবির সময় মসজিদের বাইরে গুলি

এবার পূর্ব লন্ডনের একটি মসজিদে তারাবির নামাজের সময় গুলির ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। পুলিশ জানিয়েছে ইলফোর্ড মসজিদের বাইরে ফাঁকা গুলি ছোড়া হয়। এ ঘটনায় সন্ত্রাসবাদের বিষয়টি উড়িয়ে দেন তারা। মেট্রোপলিটন পুলিশ ঘটনা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি করেছে। রাত পৌনে ১১টায় মসজিদের বাইরে একটি গুলির আওয়াজ শোনা গেছে বলে জানায় পুলিশ। পুলিশ জানায়, সেভেন কিংসের হাই রোডের মসজিদে একব্যক্তি অস্ত্র হাতে ঢোকে। কিন্তু ভেতরের লোকজন তাকে বের করে দেন। এরপর একটি গুলির আওয়াজ পাওয়া যায়। এর আগে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের একটি মসজিদে বন্দুকধারীর হামলায় ৫১ মুসলিম নিহত হন। এছাড়া উত্তর লন্ডনের ফিনসবারি পার্কের কাছে মসজিদে সন্ত্রাসী হামলায় একব্যক্তি নিহত হন। এই ঘটনার দুই বছর পর এ ঘটনা ঘটল। মসজিদে নামাজ পড়তে যাওয়া ইব্রাহিম হোসেন (১৯) বলেন, নামাজ শুরু হওয়ার আধাঘণ্টা পর গুলির আওয়াজ পাওয়া যায়। তিনি প্রেস এ্যাসোসিয়েশনকে বলেন, ‘মসজিদের তিনটি অংশ রয়েছে। রমজানের এই তারাবির সময় মসজিদ লোকে পরিপূর্ণ থাকে। আমরা শ্রেণীকক্ষের ওপরে ছিলাম। নামাজ শুরু হওয়ার ৩০ মিনিটের মধ্যে প্রচন্ড শব্দ শোনা যায়।’ তিনি বলেন, ‘আমি নামাজ পড়ছিলাম। আতশবাজি বা ভারি কিছু পড়ার মতো শব্দ হয়। তাই এ বিষয়টি নিয়ে কেউ ভাবেনি।’ সেভেন কিংস মসজিদেও ইমাম মুফতি সুহাইল এক বিবৃতিতে বলেন, নামাজের সময় একব্যক্তি ভবনটিতে প্রবেশ করে। বিবৃতিতে তিনি বলেন, ‘মসজিদের নিরাপত্তার দায়িত্বে থাকা ভাইয়েরা সন্দেহভাজন ওই ব্যক্তিকে থামালে সে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়।’ এরপর আইনশৃঙ্খলাবাহিনী দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। ওই সন্দেহভাজনকে খোঁজা হচ্ছে বলে জানায় পুলিশ। এক বিবৃতিতে বলা হয়, ‘বৃহস্পতিবার রাত পৌনে ১১টায় পুলিশকে জানানো হয় যে, সন্দেহভাজন একব্যক্তি সেভেন কিংসের হাই রোড মসজিদে প্রবেশ করেছে। ভেতরের লোকজন তাকে থামালে সে ভবন থেকে দ্রুত বেরিয়ে যায়। একটা গুলির শব্দ শোনা গেছে।’ বিবৃতিতে বলা হয়, ‘সশস্ত্র কর্মকর্তাসহ অন্য কর্মকর্তারা ঘটনাস্থলে যান। ভবনের কোন ক্ষতি বা কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। -গার্ডিয়ান
×