ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঘুরে দাঁড়ানো অস্ট্রেলিয়ার দুর্দান্ত রেকর্ড

প্রকাশিত: ০৯:৪২, ১৬ মার্চ ২০১৯

 ঘুরে দাঁড়ানো অস্ট্রেলিয়ার দুর্দান্ত রেকর্ড

স্পোর্টস রিপোর্টার ॥ ডিসেম্বর-জানুয়ারিতে ঘরের মাটিতে ভারতের কাছে টেস্ট-ওয়ানডে দুই সিরিজেই হেরেছিল অস্ট্রেলিয়া। নিজেদের ক্রিকেট ইতিহাসের দলটির অমন লজ্জা ছিল সেই প্রথম। স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে ছাড়া ছন্নছড়া দলটি কি পারবে বিশ্বকাপের আগে ঘুরে দাঁড়াতে? এমন প্রশ্নে সংশয়বাদীর সংখ্যাই ছিল বেশি। অথচ ভারতে এসে সেই ভারতকে উড়িয়ে দিল এ্যারন ফিঞ্চের দল। প্রথমে টি২০ সিরিজে বিরাট কোহলিদের ২-০ ব্যবধানে হারানোর পর ওয়ানডেতে জয় ৩-২এ। তাও প্রথম দুই ম্যাচে হারের পর এভাবে ঘুরে দাঁড়ানোটা অবিশ্বাস্য। ক্রিকেট ইতিহাসেই এমন ঘটনা খুব বেশি নেই। এই সিরিজের আগে তিনটি মাত্র দল প্রথম দুই ম্যাচে হেরেও পাঁচ ওয়ানডের সিরিজ জিততে পেরেছিল। সেই তালিকায় আছে দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও পাকিস্তানের নাম। এর মধ্যে দক্ষিণ আফ্রিকা এমন কীর্তি গড়েছে দুইবার। ২০০৩ সালে পাকিস্তনের মাটিতে প্রথমবার দক্ষিণ আফ্রিকা এমন রেকর্ড গড়েছিল। ২০০৫ সালে এই ঘটনা ঘটায় বাংলাদেশ। জিম্বাবুইয়ের বিপক্ষে ঘরের মাঠে হাবিবুল বাশারের অধিনায়কত্বে প্রথম দুই ম্যাচ হেরেও সিরিজ জেতে বাংলাদেশ। ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকা আবারও এই নজির গড়ে। ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে জেতে সিরিজ। এবার নিজেদের ইতিহাসে প্রথম আর ওয়ানডে ইতিহাসের তৃতীয় দল হিসেবে তা করে দেখাল অস্ট্রেলিয়া। তবে এই হিসেব শুধুই পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের। এর আগে অবশ্য ২০০৫ সালে ভারতের বিপক্ষে ছয় ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ম্যাচ হারের পরও শেষ চার ম্যাচ জিতে নজির গড়েছিল পাকিস্তান।
×