ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভোটগ্রহণ শান্তিপূর্ণ ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১২:০৩, ১ মার্চ ২০১৯

ভোটগ্রহণ শান্তিপূর্ণ ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে। পাশাপাশি বিরোধী প্রার্থী কর্মী-সমর্থকদের কোন ধরনের বাধা দেয়া হচ্ছে না। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজধানী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে নিজের ভোট দেয়ার পর তিনি সংবাদিকদের এ কথা বলেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে ভোটারদের কম উপস্থিতির দায় নির্বাচন কমিশনের না, রাজনৈতিক দলের- প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার এমন বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে এর দায় থেকে আওয়ামী লীগ মুক্ত। এমন দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বৈরী আবহাওয়ার কারণে সকালে ভোটার উপস্থিতি কম ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার সংখ্যা বৃদ্ধি পায়। যেমন আমার নিজেরই ভোট দিতে সময় লাগলো আপনারা দেখেছেন। আবার যেসব ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচন হচ্ছে সেখানে ভোটারদের অনেক উপস্থিতি লক্ষ্য করা গেছে। এখন পর্যন্ত ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে হচ্ছে। পুরোটা সময় তেমনই শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এদিকে ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বলেছেন, ডিসিসি নির্বাচনের ভোটের দিন সাংবাদিক ও আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর কাছ থেকে আমরা এখনও কোন অভিযোগ পাইনি। উৎসবমুখর পরিবেশে অবাধ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বাড্ডা সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। আছাদুজ্জামান মিয়া জানান, নিরাপত্তার ঝুঁঁকি নেই। সাংবাদিক ও আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর কাছ থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে পর্যবেক্ষণ করে দেখেছি। ভোটারের উপস্থিতি কম। তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে পরিপূর্ণ নিরাপত্তায় অবাধ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। কোথাও কোন অনিয়মের খবর পাওয়া যায়নি। নির্বাচনকে কেন্দ্র করে নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তার স্বার্থে যেকোন পরিস্থিতি মোকাবেলায় ডিএমপি’র পক্ষ থেকে নেয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। নিবিড় তদারকির মধ্য দিয়ে নিশ্চিত করা হয়েছে ভোটার ও ভোটকেন্দ্রের নিরাপত্তা।
×