ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যুক্তরাষ্ট্রে পাঁচ জনকে গুলি করে হত্যা

প্রকাশিত: ০৯:৫৯, ২৮ জানুয়ারি ২০১৯

 যুক্তরাষ্ট্রে পাঁচ জনকে গুলি করে হত্যা

জনকণ্ঠ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় এক সন্দেহভাজন বন্দুকধারীর গুলিতে পাঁচ জন নিহত হয়েছে। ওই সন্দেহভাজন শনিবার পৃথক দুই স্থানে এ হামলার ঘটনা ঘটনায়। নিহতদের মধ্যে সন্দেহভাজনের নিজের বাবা-মাও রয়েছেন। লুইজিয়ানার রাজধানী ব্যাটন রুজের দক্ষিণের আসেনসিওন ও লিভিংস্টনে ঘটনা দুটি ঘটেছে। খবর বিবিসি ও সিএনএন অনলাইনের। সন্দেভাজন ২৭ বছর বয়সী ডাকোটা থেরিয়ট চুরি করা একটি পিক-আপ ট্রাক নিয়ে পালিয়ে যায়। সংবাদ সম্মেলনে আসেনসিওন প্যারিসের শেরিফ ববি ওয়েব্রা বলেছেন, থেরিয়টের কাছে অস্ত্র আছে এবং সে বিপজ্জনক। স্থানীয় সময় শনিবার সকালে গনজালেজ শহরের একটি ট্রেইলার পার্কে একটি ‘পারিবারিক সহিংসতার’ ঘটনায় পুলিশকে ডেকে পাঠানো হয় বলে জানিয়েছেন শেরিফ ওয়েব্রা। পুলিশ সেখানে গিয়ে এলিজাবেথ ও কেইথ থেরিয়টকে গুলিবিদ্ধ অবস্থায় পায়। তারা পুলিশ কর্মকর্তাদের জানান, তাদের ছেলেই গুলিবর্ষণকারী। সম্প্রতি তাকে বাড়ি ছেড়ে চলে যেতে ও ফিরে না আসতে বলা হয়েছিল। এই দম্পতিকে হাসপাতালে নেয়ার পর তারা মারা যান।
×