ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিক্ষক সমিতির নির্বাচন স্থগিত

প্রকাশিত: ০৬:৪৬, ২৪ জানুয়ারি ২০১৯

শিক্ষক সমিতির নির্বাচন স্থগিত

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২৩ জানুয়ারি ॥ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ছাত্র ধর্মঘটের ডাক দিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। বুধবার শিক্ষার্থীরা এ দাবিতে বিশ্ববিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। অন্যদিকে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ভোট গ্রহণের পূর্ব নির্ধারিত সময় থাকলেও ছাত্র ধর্মঘটের কারণে নির্বাচন কমিশন ভোটগ্রহণ স্থগিত করেছেন। পাবিপ্রবি শিক্ষক সমিতি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মোঃ রাশেদুল ইসলাম জানান, নির্বাচনের জন্য যাবতীয় কার্যক্রম ও প্রস্তুতি থাকলেও সাড়ে ৯টার দিকে ক্যাম্পাসে এসে প্রবেশ করতে পারি নাই। কেননা গত এক সাপ্তহজুড়ে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ম্যাসে ঢুকে এক বখাটে শ্লীলতাহানির চেষ্টা চালানোর ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং প্রক্টরিয়াল বডির অপসারণ দাবিতে তারা একটি আল্টিমেটাম দেয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টিকে আমলে না নেয়ার কারণে হয় তো শিক্ষার্থীরা বুধবার থেকে ছাত্র ধর্মঘটের ডাক দিয়ে ক্যাম্পাসের প্রশাসনিক ভবনসহ সব ভবনে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ করছেন। উদ্ভুত পরিস্থিতিতে নির্বাচন কমিশন শিক্ষক সমিতির নির্বাচনটি সাময়িকভাবে স্থগিত করেছি।
×