ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাঙ্গামাটিতে নৌকার সমর্থনে ইসলামী ঐক্যফ্রন্ট মাঠে

প্রকাশিত: ০৬:৫৯, ২৭ ডিসেম্বর ২০১৮

রাঙ্গামাটিতে নৌকার সমর্থনে ইসলামী ঐক্যফ্রন্ট মাঠে

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ২৬ ডিসেম্বর ॥ হঠাৎ করে রাঙ্গামাটি আসনে নির্বাচনের দৃশ্যপট পরিবর্তন হয়ে গেছে। ইসলামী ঐক্যফন্ট রাঙ্গামাটি জেলা শাখা আসন্ন জাতীয় সংসদ নিবাচনে নৌকার প্রার্থী দীপঙ্কর তালুকদারকে সর্মথন জানিয়েছে। মঙ্গলবার রাতে ইসলামী ঐক্যফন্ট ও ছাত্রসেনা দলবল নিয়ে দীপঙ্কর তালুকদারকে সমর্থন জানিয়েছে। এই সময়ে ঐক্যফ্রন্টের নেতা মৌলানা নুরুল আলম হেজাজী, আনোয়ারুল মোস্তফা, ছাত্র সেনার নেতা আক্তার হোসেন চৌধুরী, মৌলানা বোরহান উদ্দিন ও আলমগীর একযোগে দীপঙ্কর তালুকদারকে ফুল দিয়ে বরণ করে তাদের সর্মথন জানায়। ফরিদপুরে নারী কর্মীদের নিয়ে নৌকার প্রচার নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৬ ডিসেম্বর ॥ আসন্ন নির্বাচন যতই ঘনিয়ে আসছে ঠিক ততই মুখরিত হয়ে উঠছে নির্বাচনের মাঠ। গত কয়েক দিন ধরে প্রচারে মুখরিত ফরিদপুরের চারটি আসন। এই চারটি আসনেই আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীরা প্রচারে এগিয়ে আছে। এই প্রচারে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে দলের নারী কর্মীরা। নারী ভোটারকে কাছে টানতে আওয়ামী লীগের প্রার্থীরা দলের নারী কর্মীদের মাঠে নামিয়েছে। আওয়ামী লীগের প্রার্থীদের নারীদের নিয়ে এই ব্যাপক প্রচার দলীয় প্রার্থীদের সুবিধাজনক অবস্থায় নিয়ে এসেছে। নারী কর্মীদের ব্যাপক প্রচারের নতুন মাত্রা এনে দিয়েছে প্রধানমন্ত্রীর নাতনি (সায়মা ওয়াজেদ পুতুলের মেয়ে) আলীজে খন্দকার রুপন্তী এবং আমরিন খন্দকার সামন্তী। তারা ফরিদপুর-৩ আসনে তাদের দাদা আওয়ামী লীগ প্রার্থী খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে মাঠে নেমে নারী কর্মীদের সঙ্গে নিয়ে প্রচার চালাচ্ছেন। জেলার ৪টি আসনেই নারী কর্মীদের নেতৃত্ব দিচ্ছেন প্রার্থীও নিকটতম স্বজনরা। ফলে প্রচারে নতুনত্ব এসেছে।
×