ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

৪ বছরের শিশুর বুদ্ধিমত্তা

প্রকাশিত: ০৬:০৫, ৪ ডিসেম্বর ২০১৮

৪ বছরের শিশুর বুদ্ধিমত্তা

সম্প্রতি ব্রিটেনে একটি শিশুর বুদ্ধিমত্তার কারণে বেঁচে গেছে তার মায়ের জীবন। চার বছরের ওই ছোট্ট মেয়েটির নাম কেইটলিন রাইট। গত মাসের শুরুর দিকে কেইটলিনের মা হঠাৎ অসুস্থ হয়ে যান। সে দ্রুত স্থানীয় জরুরী নম্বরে ফোন করে এ্যাম্বুলেন্স ডেকে নেয় ও বিস্তারিত জানায়। এত ছোট বয়সে এমন বুদ্ধিমত্তার পরিচয় দেয়ায় কেইটলিনের প্রশংসা এখন সবার মুখে মুখে।- বিবিসি ১৪ ফ্লাইট বাতিল প্রায় চার মাস ধরে বেতন বকেয়া জেট এয়ারওয়েজের পাইলট ও কর্মকর্তাদের। শহরে ব্যয়বহুল জীবনযাত্রার জন্য অশনি সঙ্কেত। বেতন-ভাতা না পাওয়া পাইলটরা এখন জানাতে শুরু করেছেন তারা অসুস্থ, ফ্লাইট অপারেট করতে পারবেন না। এতদিন জোড়াতালি দিয়ে চললেও এবার সেই অসুস্থতার জেরে আকাশ যাত্রায় ভারতের সবচেয়ে বড় সেবাদানকারী প্রতিষ্ঠান জেট এয়ারওয়েজের অন্তত ১৪টি ফ্লাইট বাতিল হয়েছে।-ওয়েবসাইট
×