ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাহস থাকলে নির্বাচনে আসুন ॥ নাসিম

প্রকাশিত: ০৫:১৩, ২৯ অক্টোবর ২০১৮

 সাহস থাকলে  নির্বাচনে  আসুন ॥ নাসিম

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ২৮ অক্টোবর ॥ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র করবেন না, সাহস থাকলে নির্বাচনে আসুন, খেলা হবে মাঠে, রেফারি থাকবে নির্বাচন কমিশনার, ফাউল করলে লাল কার্ড দেখিয়ে দেবে। রবিবার বিকেল ৫টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে জেলা ১৪ দল আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তৃতাদানকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য নাসিম এমপি বিএনপিকে উদ্দেশ্য করে আরও বলেন, ২০১৪ সালে সংসদ নির্বাচনে অংশ না নিয়ে দলের অপূরণীয় ক্ষতি করেছেন, আগামী নির্বাচনে না এলে দেশে বাটি চালান দিয়েও বিএনপি নেতাকর্মী খুঁজে পাবেন না। জেলার আওয়ামী লীগ সভাপতি হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ওয়ার্কাস পার্টির পলিটব্যুরোর সদস্য আনিছুর রহমান মল্লিক, তরিকত ফেডারেশনের সিনিয়র যুগ্ম-মহাসচিব ডাঃ মাওলানা সৈয়দ আবু দাউদ মছনবী হায়দারসহ ১৪ দল নেতৃবৃন্দ। এর আগে বেলা ৩টায় স্বাস্থ্যমন্ত্রী নাসিম চুয়াডাঙ্গার ২৫০ শয্যা হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন করেন।
×