ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মার্কিন ক্ষেপণাস্ত্র নিয়ে ইউরোপকে সতর্ক করলেন পুতিন

প্রকাশিত: ০৩:৪৬, ২৬ অক্টোবর ২০১৮

মার্কিন ক্ষেপণাস্ত্র নিয়ে ইউরোপকে সতর্ক করলেন পুতিন

রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের আইএনএফ চুক্তি থেকে সরে যাওয়ায় হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। বুধবার ক্রেমলিনে ইতালীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের সময় তিনি বলেন, কোন ইউরোপীয় দেশ মার্কিন পরমাণু ক্ষেপণাস্ত্র বসাতে সম্মত হলে সে দেশটিকে লক্ষ্যস্থল বানাতে রাশিয়া বাধ্য হবে। বিবিসি। সোভিয়েত আমলে স্বাক্ষরিত রুশ-মার্কিন ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি থেকে ওয়াশিংটন বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরুর পর বুধবার এ হুঁশিয়ারি দিলেন পুতিন। ইতালির প্রধানমন্ত্রী গিসেপি কোন্তের সঙ্গে আলোচনার পর সংবাদ সম্মেলনে পুতিন ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস (আইএনএফ) চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার পরিকল্পনাকে ‘বিপজ্জনক’ আখ্যা দেন। বিষয়টি নিয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে চান বলে জানান। ১১ নবেম্বর এই দুই নেতা ফ্রান্সের প্যারিসে আলোচনায় মিলিত হবেন বলে ধারণা করা হচ্ছে। ১৯৮৭ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত আইএনএফ চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেয়ার পরিকল্পনা করেছেন ট্রাম্প। তার অভিযোগ রাশিয়া এই চুক্তি লঙ্ঘন করেছে।
×