ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টেস্টে দুই সহঅধিনায়ক অস্ট্রেলিয়া দলে!

প্রকাশিত: ০৬:৪০, ২৯ সেপ্টেম্বর ২০১৮

  টেস্টে দুই সহঅধিনায়ক অস্ট্রেলিয়া দলে!

স্পোর্টস রিপোর্টার ॥ দক্ষিণ আফ্রিকা সফরে বল টেম্পারিং ঘটনায় টালমাটাল হয়ে যায় অস্ট্রেলিয়ার ক্রিকেট। নিয়মিত অধিনায়ক স্টিভেন স্মিথ ও সহঅধিনায়ক ডেভিড ওয়ার্নারকে সিরিজের মধ্যেই দেশে ফিরিয়ে আনা হয় এবং তারা এক বছরের জন্য ক্রিকেট থেকে নির্বাসিত। এরপর থেকে টেস্ট অধিনায়কের ক্যাপটা পরেছেন উইকেটরক্ষক টিম পেইন। এবার তার সহকারী হিসেবে এক অভিনব ঘটনার অবতারণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টেস্ট দলে পেইনের সহকারী নিয়োগ করা হয়েছে দুইজনকে। ডানহাতি অলরাউন্ডার মিচেল মার্শ ও পেসার জশ হ্যাজলউড সহঅধিনায়ক হয়েছেন অস্ট্রেলিয়া টেস্ট দলের। আপাতত পেইনের নেতৃত্ব নিয়ে কোন ধরনের অভিযোগ নেই। কিন্তু তার সহকারী কে হবেন? সেজন্য সিএ ভোটাভুটি করেছে এবং সাক্ষাতকারও নিয়েছে। শেষ পর্যন্ত এ দুই প্রক্রিয়া সম্পন্নের পর মিচেল ও হ্যাজলউডকে টেস্ট দলের সহঅধিনায়ক মনোনীত করা হয়। দক্ষিণ আফ্রিকায় বল টেম্পারিংয়ে দুই তারকা খেলোয়াড় ওয়ার্নার ও স্মিথ এক বছর নিষিদ্ধ হওয়ার পর আগামী অক্টোবরে প্রথম টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের এই সিরিজে নেতৃত্ব দেবেন পেইন। তার সহঅধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন হ্যাজলউড।
×