ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারতীয় যুবার কীর্তি

প্রকাশিত: ০৭:১৭, ২৮ জুলাই ২০১৮

 ভারতীয় যুবার কীর্তি

স্পোর্টস রিপোর্টার ॥ সেঞ্চুরি করেছিলেন প্রথম দিনেই। দ্বিতীয় দিনে সেটিকে ডাবলে রূপ দিয়ে এগোচ্ছিলেন ট্রিপল সেঞ্চুরির দিকে। কিন্তু ট্রিপল সেঞ্চুরি থেকে ১৮ রান দূরে থাকতে দুর্ভাগ্যজনকভাবে কাটা পড়লেন রান আউটে! তবুও রেকর্ড বুকে নাম উঠে গেল পবন শাহর। ভারত অনুর্ধ-১৯ দলের এই ব্যাটসম্যান শ্রীলঙ্কা অনুর্ধ-১৯ দলের বিপক্ষে দ্বিতীয় যুব টেস্টে ২৮২ রানের দারুণ এক ইনিংস খেলেছেন। অনুর্ধ-১৯ পর্যায়ে আন্তর্জাতিক ক্রিকেটে এটি দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এই ইনিংসের পথে আবার এক ওভারে টানা ছয়টি বাউন্ডারিও মেরেছেন মহারাষ্ট্রের ১৮ বছর বয়সী এই ব্যাটসম্যান। হাম্বানটোটায় দ্বিতীয় দিনে পবন আউট হতেই ৮ উইকেটে ৬১৩ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ভারতীয় যুবারা। পবনের ২৮২ এসেছে ৩৩২ বলে। প্রায় সাত ঘণ্টার ইনিংসে মেরেছেন ৩৩টি চার এবং একটি ছক্কা আর একটু ধরে খেললে পবন হয়ত বিশ্বরেকর্ডও করে ফেলতেন। অনুর্ধ-১৯ আন্তর্জাতিক ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ড অস্ট্রেলিয়ার ক্লিনটন পিকের অপরাজিত ৩০৪। যা তিনি করেছিলেন মেলবোর্নে ১৯৯৫ সালে ভারতের বিপক্ষে। সেই রেকর্ড ভাঙতে না পারলেও পবনের এক ওভারে ছয় বাউন্ডারি হইচই ফেলে দিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ এক ওভারে ছয় বাউন্ডারি দেখা গেছে ১৯৮২ সালে। ম্যানচেস্টারে ভারতের সন্দ্বীপ পাতিল ইংল্যান্ডের বব উইলিসের এক ওভারে মেরেছিলেন ছয় বাউন্ডারি। উইলিস সেই ওভারে বল করেছিলেন সাতটি, একটি নো বল। পবনের ডাবলের পাশাপাশি সেঞ্চুরি পেয়েছেন ওপেনার তাইদি। দুজন তৃতীয় উইকেটে গড়েন ২৬৩ রানের বড় জুটি।
×