ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দুই বাংলার যৌথ প্রযোজনায় মঞ্চে আসছে ‘পানিবালা’

প্রকাশিত: ০৫:০৪, ১৫ জুলাই ২০১৮

দুই বাংলার যৌথ প্রযোজনায় মঞ্চে আসছে ‘পানিবালা’

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের মেঠোপথ থিয়েটার ও ভারতের (কলকাতা) জার্নি থিয়েটারের যৌথ প্রযোজনায় ‘পানিবালা’ নামক একটি প্রযোজনা মঞ্চায়ন করার সিদ্ধান্ত নিয়েছে। যৌথ প্রযোজনায় নির্মিতব্য নাটকটির পরিচালনায় আছেন বাংলাদেশের শামীমা আক্তার মুক্তা এবং ভারতের (কলকাতা) মুকুন্দ চক্রবর্তী। গত ৪ জুলাই ভারতের ৩ সদস্যের একটি দল বাংলাদেশে এসেছে এই সদস্যের সঙ্গে আছেন নাট্য নির্দেশক মুকুন্দ চক্রবর্তী, প্রখ্যাত লেখক ও সাংবাদিক অভীক ভট্টাচার্য, জীবন অধিকারী। দুই বাংলার দুই থিয়েটারের যৌথ প্রযোজনায় নির্মিতব্য এই নাটক প্রসঙ্গে বাংলাদেশের মেঠোপথ থিয়েটারের প্রধান শামীমা আক্তার মুক্তা বলেন, ‘পানিবালা’ নটকটি লিখেছেন বদরুজ্জামান আলমগীর। এটি একটি লোক আখ্যান ভিত্তি নাটক। এই নাটকটির মাধ্যমে কলকাতা ও ঢাকার মঞ্চকর্মী মানুষদের মধ্যে আলাদা একটি সম্পর্ক তৈরি হবে। আশা করি নাটকটি বাংলাদেশ ও কলকাতার দর্শকদের মন জয় করতে পারবে। সেই সঙ্গে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি গভীর সম্পর্ক সৃষ্টি হবে। আমরা আমাদের মঞ্চকর্মী ও দর্শকদের সহযোগিতা চাই সমর্থন ও আশীর্বাদ চাই। যাতে আমরা এই কাজে সফল হই। এদিকে মঞ্চ নাটকের ক্ষেত্রে দুই দেশের দুই থিয়েটার কর্মীদের উদ্যোগে যৌথ প্রযোজনার নাটক মঞ্চায়নের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের নেতাকর্মীরা। তারা আশা করছেন এই প্রযোজনাটি বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান সাংস্কৃতিক বিনিময় এবং সুসম্পর্ককে আরও গভীর করবে। পাশাপাশি দুই বাংলার সাংস্কৃতিক কর্মীদের এক হয়ে কাজ করতে অনেকটাই উজ্জীবিত করবে। ফেডারেশনের নেতাকর্মীরা এই উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত দুই দেশের মঞ্চকর্মীদের বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছে।
×