ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কাতার সীমান্তে খাল খনন করছে সৌদি আরব

প্রকাশিত: ০৬:৩৩, ২২ জুন ২০১৮

 কাতার সীমান্তে  খাল খনন করছে  সৌদি আরব

কাতারকে বিচ্ছিন্ন করতে সৌদি আরব নতুন একটি প্রকল্প নিয়ে কাজ শুরু করেছে। তা হলো দু’দেশের মাঝামাঝি সীমান্ত এলাকায় একটি খাল খনন করা। প্রকল্পটি বাস্তবায়ন করা হলে সৌদি আরবের প্রধান ভূন্ডখন্ড থেকে কাতার বিচ্ছিন্ন হয়ে পড়বে। গত কয়েক মাস আগে সৌদি আরবের সাবাক পত্রিকা প্রতিদেন প্রকাশ করে, প্রকল্পটির জন্য অনুদান দিতে পারে সৌদি ও সংযুক্ত আরব আমিরাতের একটি বেসরকারী প্রতিষ্ঠান। সুয়েজ খালের ঢঙে প্রস্তাবিত এই খালটি তৈরি করবে মিসরের একটি প্রতিষ্ঠান। সম্প্রতি সৌদি গণমাধ্যমের খবরে বলা হয়, ২৫ জুন সালওয়া ক্যানেল প্রকল্পের নির্মাণ কাজের জন্য নিলাম ডাকা হবে। আর প্রকল্পের কাজ শুরু হলে নিশ্চিতভাবে, কাতার থেকে সৌদি আরবের ভূন্ডখন্ড বিচ্ছিন্ন হয়ে পড়বে। স্থানীয় গণমাধ্যমের খবরে এর আগে বলা হয়, বাণিজ্য জাহাজ চলাচলে সুবিধার জন্য খালটি ১৫-২০ মিটার গভীর ও ২০০ মিটার চওড়া করে খনন করা হবে। -এরাবিয়ান বিজনেস
×