ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

৩১ জানুয়ারির পর অ্যাকোর্ড ও অ্যালায়েন্স থাকবে না

প্রকাশিত: ২২:১৩, ৩১ মে ২০১৮

৩১ জানুয়ারির পর অ্যাকোর্ড ও অ্যালায়েন্স থাকবে না

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ৩১ জানুয়ারির পর বাংলাদেশে অ্যাকোর্ড ও অ্যালায়েন্সের কার্যক্রম থাকবে না। একইসঙ্গে তিনি এ খাতের ব্যবসায়ীদের সময় মতো বেতন ও বোনাস দেয়ার আহ্বান জানান। বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন ঈদুল ফিতর সুষ্ঠুভাবে উদযাপনে তৈরি পোশাক শিল্পখাতের শ্রমিকদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি সময় মতো পরিশোধের বিষয়ে বিজিএমইএসহ এ খাতের অন্যান্য সংগঠনের সঙ্গে এক পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। তোফায়েল আহমেদ বলেন, পৃথিবীর কোথাও অ্যাকোর্ড ও অ্যালায়েন্সের কার্যক্রম নেই। বাংলাদেশেও তাদের প্রয়োজন নেই। এদিকে বৈঠকে উপস্থিত বিজিএমই সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, জুন মাসের ১০ তারিখের মধ্যেই পোশাক শ্রমিকদের বেতন ও ১৪ তারিখের মধ্যেই সব কারখানায় বোনাস দেয়া হবে। ব্যাংক থেকে বেতন-বোনাসের টাকা তোলার সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পোশাক মালিকদের পুলিশের সহায়তা নেয়ার পরামর্শ দেন।
×