ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

কেসিসির স্থগিত তিন কেন্দ্রে ভোট আজ

প্রকাশিত: ০৬:৪৩, ৩০ মে ২০১৮

কেসিসির স্থগিত তিন কেন্দ্রে ভোট আজ

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে স্থগিত থাকা তিনটি কেন্দ্রে বুধবার পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গত ১৫ মে নির্বাচনে ভোট গ্রহণ চলাকালে অনিয়মের অভিযোগে নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের ইকবালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং ৩১ নম্বর ওয়ার্ডের লবণচরা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ৩১নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। পুনঃভোট গ্রহণের জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তরা জানান। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, স্থগিত এই তিন কেন্দ্রের ভোটের চেয়ে অনেক বেশি ভোটের ব্যবধানে এগিয়ে থাকায় ইতোপূর্বে মেয়র পদে তালুকদার আব্দুল খালেককে বিজয়ী ঘোষণা করা হয়। ২৪ নম্বর ওয়ার্ডের ইকবালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রের স্থগিত ভোটের সংখ্যার চেয়ে অন্যান্য কেন্দ্রে প্রাপ্ত ভোটের ব্যবধান বেশি থাকায় সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে বর্তমান কাউন্সিল মোঃ শমশের আলী মিন্টু বিজয়ী হন। এই কেন্দ্রে সংরক্ষিত ৯নং ওয়ার্ডের নারী কাউন্সিলর এবং ৩১নং ওয়ার্ডের দুটি কেন্দ্রে সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত ১০নং ওয়ার্ডের নারী কাউন্সিলর প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোঃ ইউনুচ আলী জানান, স্থগিত হওয়া তিনটি ভোট কেন্দ্রে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন। কুড়িগ্রামে পাগলা কুকুরের কামড়ে অর্ধশত আহত স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ কুড়িগ্রাম শহরে পাগলা কুকুরের আতঙ্ক বিরাজ করছে। ভোর থেকে মধ্যরাত পর্যন্ত পথচারীদের বিনা উস্কানিতে কামড়াচ্ছে পাগলা কুকুর। রেহাই পাচ্ছে না শিশু থেকে বৃদ্ধরাও। মঙ্গলবার কুড়িগ্রাম সদর হাসপাতালে অর্ধশত মানুষকে কুকুরের কামড়ে চিকিৎসা নিতে দেখা গেছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আনোয়ারুল হক প্রামাণিক জানান, হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিন মজুদ আছে। কোন সমস্যা হবে না।
×