ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শ্রমিকের পায়ুপথে বাতাস ঢুকানোর অভিযোগ

প্রকাশিত: ০৫:২৪, ২৭ এপ্রিল ২০১৮

 শ্রমিকের পায়ুপথে বাতাস ঢুকানোর অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ২৬ এপ্রিল ॥ সুজন ইসলাম নামের এক শ্রমিকের পায়ুপথে ময়লা পরিষ্কার কাজে ব্যবহৃত বায়ু কম্প্রেসার মেশিন দিয়ে বাতাস ঢোকানোর অভিযোগ উঠেছে সহকর্মী রেজাউলের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত ১১টার দিকে কারখানার অভ্যন্তরে ফ্লোর ক্লিন করার সময়। সুজন ‘কিয়াম মেটাল’ এর মাস্টাররোলের কর্মচারী। ঘটনার পর গুরুতর আহত ওই শ্রমিককে সহকর্মীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ১০ নং সার্জারি ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রাজিবুল হাসান জানান, রোগী সুজনের শরীরে বাতাসের অস্তিত্ব পাওয়া গেছে। তবে এখনও তিনি শতভাগ আশঙ্কামুক্ত নন। ওই প্রতিষ্ঠানের মাস্টাররোল শ্রমিক সুজন ইসলাম ও সহকর্মী রেজাউল ক্লিনিং এর কাজ করার সময় রেজাউল হঠাৎ করে পেছন থেকে হাওয়া মেশিন দিয়ে তার পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেন। এতে গুরুতর অসুস্থ ও অচেতন হড়ে পড়ে সুজন।
×