ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আসছে ‘আনসেন্ড’ ফিচার

প্রকাশিত: ০৫:৫৫, ৮ এপ্রিল ২০১৮

আসছে ‘আনসেন্ড’ ফিচার

প্রতিষ্ঠান প্রধানের পাঠানো মেসেজ গ্রাহকের ইনবক্স থেকেও নীরবে সরিয়ে দেয় ফেসবুক। এ খবর প্রকাশের পর এবার সবার জন্য পাঠানো মেসেজ ‘আনসেন্ড’ করে দেয়ার সুবিধা আনতে যাচ্ছে ফেসবুক। কয়েক মাসের মধ্যে এই ‘আনসেন্ড’ ফিচার আনা হবে। তবে এই ফিচার কীভাবে কাজ করবে তা নিয়ে বিস্তারিত কিছু এখনও জানা যায়নি। বর্তমানে মেসেঞ্জারে একটি ‘সিক্রেট কনভারসেশন’ মোড রয়েছে, এতে মেসেজের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা ঠিক করে দেয়া যায়। ওই সময়ের পর মেসেজগুলো নিজে নিজেই মুছে যায়। তবে এগুলো মুছে যাওয়ার আগে সব পক্ষই নোটিফিকেশন পায়। এর আগে ফেসবুক তাদের অধীনস্থ অন্যান্য প্ল্যাটফর্মে ‘আনসেন্ড’ ফিচার এনেছে। ২০১৭ সাল থেকে ফেসবুক মালিকানাধীন সংকেতায়িত মেসেজিং এ্যাপ হোয়াটসএ্যাপে আনসেন্ড ফিচার রয়েছে। এক্ষেত্রে নির্দিষ্ট সময় পর মেসেজটি শুধু মুছে যায় এমনটি নয়। এতে ‘এই মেসেজ মুছে ফেলা হয়েছে’ এমন একটি বার্তা দেখানো হয়। সাবেক কর্মী আর প্রতিষ্ঠানটির বাইরের কারও কাছে জাকারবার্গের পাঠানো মেসেজ গ্রাহকদের ইনবক্স থেকেও মুছে দিয়েছে ফেসবুক। আর বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটি নিজেই এমন কথা স্বীকার করেছে বলে সম্প্রতি খবর প্রকাশ করে প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ। এরপরই সবার জন্য মেসেঞ্জারে আনসেন্ড ফিচার আনতে ফেসবুকের ইচ্ছা প্রকাশ পেল। - ভার্জ
×