ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মেঘনায় নৌকাবাইচ

প্রকাশিত: ০৪:৪১, ৩০ মার্চ ২০১৮

মেঘনায়  নৌকাবাইচ

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২৯ মার্চ ॥ স্বাধীনতা দিবস উপলক্ষে ভোলায় গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভোলা সদরের তুলাতুলি এলাকার মেঘনা নদীতে বেসরকারী উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্টের আয়োজনে জেলেদের নিয়ে এ নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় জেলেদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করে। গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা দেখার জন্য দূর-দূরান্ত থেকে হাজার হাজার দর্শক মেঘনার তীরে ভিড় জমায়। নৌকাবাইচে ২০টি নৌকায় ১০০ জেলে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। পরে মেঘনার তীরে নবীন ও প্রবীণদের নিয়ে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ফুটবল খেলায় নবীন ও প্রবীণরা ২/২ গোলে ড্র করে। পরে ট্রাইব্রেকারে নবীনরা বিজয়ী হয়। নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন রাজাপুর ইউনিয়নের জহির মাঝির দল।
×