ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আকরাম-নান্নুদের জয়

প্রকাশিত: ০৬:১৬, ২৭ মার্চ ২০১৮

স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আকরাম-নান্নুদের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ যাদের হাত ধরে বাংলাদেশের ক্রিকেট একটা পর্যায়ে এসেছে, যারা এখন পর্যন্ত দেশের অগুনতি ক্রিকেট ভক্তের হৃদয়ে আছেন তারা বছরে দুয়েকবার ক্রিকেটার হয়ে ওঠার সুযোগ পান। চলতি বছর প্রথমবারের মতো আকরাম খান, আতহার আলী খান, ফারুক আহমেদ, মিনহাজুল আবেদিন নান্নু, খালেদ মাহমুদ সুজন ও হাবিবুল বাশার সুমনরা নেমেছিলেন। স্বাধীনতা দিবস উপলক্ষে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সোমবার অনুষ্ঠিত হওয়া প্রদর্শনী টি২০ ম্যাচে আকরামের নেতৃত্বে খেলা লাল দল ৬ উইকেটে হারিয়েছে আতহারের সবুজ দলকে। আকরাম, নান্নু, ফারুক, আতহার, সুজন, হাবিবুলরা অনেক আগেই অবসর নিয়েছেন। তারা বাংলাদেশ ক্রিকেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন বর্তমানে। প্রতি বছর স্বাধীনতা দিবসে তারা আবার ব্যাট-বলের লড়াইয়ে নামেন। এবারও নেমেছিলেন সোমবার। আতহারের সবুজ দল টস জিতে আগে ব্যাটিংয়ে নামে। তবে আতহার নিজে ব্যাটিং করেননি। হারুনুর রশিদ লিটন ১৬ বলে ২৭, রফিকুল ইসলাম ২৬ বলে ৩৪, হাসানুজ্জামান ঝড়– ২০ বলে ২২, জাহাঙ্গীর আলম ১৬ বলে অপরাজিত ২৭ ও আলমগীর কবির ৭ বলে ১৯ রান করেন। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৬ রানের লড়াকু সংগ্রহ পায় সবুজ দল। লাল দলের পক্ষে ৩টি করে উইকেট নেন সুজন ও জাকির হোসেন। জবাব দিতে নেমে লাল দলের হয়ে মাত্র ৬.৪ ওভারে ৭৬ রানের উদ্বোধনী জুটি গড়েন হান্নান সরকার ও হাবিবুল। হান্নান মাত্র ২৪ বলে ১০ চার, ২ ছক্কায় ৬১ রানের একটি ঝড়ো ইনিংস খেলে দলকে সহজ জয়ের ভিত গড়ে দেন। হাবিবুল ১৩ রানে সাজঘরে ফেরেন। একই ওভারে এ দু’জনের বিদায় ঘটলেও অধিনায়ক আকরামের ২০ বলে ২১, নান্নুর ২৫ বলে ৩১ ও সুজনের ১৮ বলে অপরাজিত ২৮ রানের সুবাদে ১৮.১ ওভারে ৪ উইকেটে ১৬৭ রান তুলে জয় ছিনিয়ে নেয় লাল দল। সবুজ দলের পক্ষে ১৮ রানে ২ উইকেট নেন সফিউদ্দিন আহমেদ বাবু। স্কোর ॥ বাংলাদেশ সবুজ দল ইনিংস- ১৬৬/৭; ২০ ওভার (রফিকুল ৩৪, হারুনুর ২৭, জাহাঙ্গীর ২৭*, হাসানুজ্জামান ২০; জাকির ৩/২২, সুজন ৩/৪১, তালহা ১/১৬)। বাংলাদেশ লাল দল ইনিংস- ১৬৭/৪; ১৮.১ ওভার (হান্নান ৬১, নান্নু ৩১, সুজন ২৮*, আকরাম ২১; সফিউদ্দিন ২/১৮, মিজানুর ১/৮, সাইফুল ১/৩৩)। ফল ॥ বাংলাদেশ লাল দল ৬ উইকেটে জয়ী।
×