ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাজেটে ৫ শতাংশ কর্পোরেট কর কমানোর প্রস্তাব ফিকির

প্রকাশিত: ০৭:০৯, ২ মার্চ ২০১৮

বাজেটে ৫ শতাংশ কর্পোরেট কর কমানোর প্রস্তাব ফিকির

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামী বাজেটে ৫ শতাংশ কর্পোরেট কর কমানোর প্রস্তাব করেছে বাংলাদেশে বিদেশী বিনিয়োগকারীদের সংগঠন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি)। গত বুধবার রাজধানীতে হোটেল ওয়েস্টিনে এক অনুষ্ঠানে সংগঠনটির পক্ষ থেকে এ প্রস্তাব করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূইয়া। ফিকির পক্ষ থেকে বলা হয়, সরকারের ‘ভিশন ২০২১’ বাস্তবায়নে বছরে ১৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রয়োজন। শুধু স্থানীয় উদ্যোক্তাদের পক্ষে এত বিনিয়োগ জোগান দেয়া সম্ভব নয়। এজন্য বিদেশী বিনিয়োগ (এফডিআই) বাড়াতে বিশেষ পদক্ষেপ প্রয়োজন। তবে বিদ্যমান কর কাঠামো এজন্য সহায়ক নয়। ৪৫ শতাংশ কর্পোরেট কর দিয়ে ব্যবসা করা কঠিন। অনেক দেশে এত বেশি হারে কর নেই। এমন পরিস্থিতিতে কর কমিয়ে আনা দরকার। তাই আগামী বাজেটে অন্তত ৫ শতাংশ কর কমানোর দাবি জানায় সংগঠনটি। ফিকির অন্য দাবির মধ্যে রয়েছে, ভ্যাট নিবন্ধন প্রক্রিয়ায় জটিলতা দূর করা, ন্যূনতম কর প্রথা বাতিল ও সারচার্জ প্রত্যাহার। এনবিআর চেয়ারম্যান বলেন, বাংলাদেশের উন্নয়নের নেপথ্যে ব্যবসায়ীরা। উন্নয়নের ধারাবাহিকতার জন্য সহায়ক নীতি নেয়া হবে আগামী বাজেটে। বাজেট প্রণয়নে ফিকির প্রস্তাবগুলো বিবেচনায় নেয়া হবে। তিনি বলেন, ভাল নীতি নেয়া গেলে উদ্যোক্তাদের আগ্রহ আরও বাড়বে এবং এফডিআই বাড়বে। বিদেশী উদ্যোক্তাদের প্রশংসায় তিনি বলেন, মানসম্পন্ন পণ্য উৎপাদনের মাধ্যমে ভোক্তার প্রত্যাশা পূরণ করছেন তারা।
×